WBPSC Food SI Practice Set 97 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৯৭, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 97 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৯৭ (WBPSC Food SI Practice Set 97)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 97

১) রূপমুদ্রার পরিবর্তে তামার নাটে দিল্লির কোন সুলতান চালু করে?

[A] গিয়াসুদ্দিন তুগল

[B] মোহাম্মদ বিন তুঘলক

[C] বলবন

[D] ইলতুতমিস

Answer -মোহাম্মদ বিন তুঘলক

২) ইতিহাসের সময় অনুসারে ভারতে নিচের রাজবংশ গুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি?

[A] লোদি, দাস, খলজি, তুঘলক, 

[B] তুঘলক,লোদি ,দাস, খলজি 

[C] দাস, খলজি, তুঘলক, লোদি  

[D] খলজি,তুঘলক , দাস ,লোদি

Answer -দাস, খলজি, তুঘলক, লোদি  

৩) দুরানী বংশের প্রতিষ্ঠাতা কে?

[A] আহমদ শাহ আবদালি 

[B] ইব্রাহিম লোদী

[C] সেলিম দুরানি

[D] মুর্শিদকুলি খাঁ

Answer – আহমদ শাহ আবদালি 

৪) ইলতুতমিসের পর দাস বংশের সিংহাসনে কে বসে?

[A] নাসিরুদ্দিন

[B] রুকনুদ্দিন ফিরোজ 

[C] কুতুবউদ্দিন

[D] মহম্মদ ঘোড়ী 

Answer – রুকনুদ্দিন ফিরোজ 

৫) নিচের কোন সুলতান কে সেই সময়কার লেখকার লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন। ‘ লাখ বক্স’ বা ‘Giver of Lakhs’

[A] বলবন

[B] কুতুবউদ্দিন

[C] নাসির উদ্দিন

[D] ইলতুতমিস

Answer – কুতুবউদ্দিন

WBPSC Food SI Practice Set 97

৬) শাসনকের রাজধানীর নাম কি?

[A] কনৌজ

[B] সুবর্ণ গিরি

[C] গৌড়

[D] কর্ণসুবর্ণ

Answer – কর্ণসুবর্ণ

৭) চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন?

[A] ইব্রাহিম লোদী

[B] জালালউদ্দিন খিলজী

[C] গিয়াসুদ্দিন খুজলি

[D] কুতুবউদ্দিন আইবক

Answer – জালালউদ্দিন খিলজী 

৮) ভারতে প্রথম আফগান শাসকের প্রতিষ্ঠাতা কে?

[A] শেরশাহ সুরি

[B] ইব্রাহিম লোদি 

[C] সিকান্দার ললাটি

[D] বহনলাল লেদি 

Answer – বহনলাল লেদি

৯) বঙ্গ দেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষ স্মরণীয়?

[A] শ্রীচৈতন্য

[B] তুলসীদাস

[C] বিবেকানন্দ

[D] কবির 

Answer – শ্রীচৈতন্য 

১০) নিচের কে একজন অন্ধ কাবি কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন?

[A] কবির 

[B] সুরদাস

[C] জয়দেব

[D] রামানন্দ

Answer – সুরদাস 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ ‘চৈতন্য চরিত্রামৃত’ গ্রন্থের গ্রন্থকার কে?

[A] ভানুসিংহ

[B] কৃত্তিবাস

[C] তুলসীদাস

[D] কৃষ্ণদাস কবিরাজ

Answer – কৃষ্ণদাস কবিরাজ

১২) কবির কার শীর্ষ ছিলেন?

[A] শ্রীচৈতন্য

[B] রামনন্দ

[C] মাধবাচার্য

[D] শংকরাচার্য

Answer – রামনন্দ

WBPSC Food SI Practice Set 97

১৩) ‘কোন মানুষের অপর কোন মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়োজন নেই’ -এই বাণীটি কার?

[A] রামানন্দ

[B] শ্রীচৈতন্য

[C] রামানুজ

[D] কবির

Answer – রামানন্দ

১৪) নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মে ছিলেন?

[A] কটক

[B] কলকাতা

[C] বালাসোর

[D] বিষ্ণুপুর

Answer – কলকাতা 

১৫) কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুই ভিন্ন নাম?

[A] শ্রীচৈতন্য

[B] রামানন্দ

[C] কবির 

[D] শ্রী রামকৃষ্ণ

Answer – কবির 

নতুন চাকরির খবর – Click Here