WBPSC Food SI Practice Set 98 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৯৮, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 98 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৯৮ (WBPSC Food SI Practice Set 98)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 98

১) কোন দেশের সাথে প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠা করতে চলেছে ভারত?

[A] ব্রাজিল

[B] সুইজারল্যান্ড

[C] অস্ট্রেলিয়া

[D] যুক্তরাজ্য

Answer – সুইজারল্যান্ড

২) আগামী তিন মাসে ভারত কতগুলি খেলো ইন্ডিয়া সেন্টার তৈরি করা হবে ?

[A] ৫৭৮

[B] ৯৫০

[C] ৭৮০

[D] ১০০০

Answer – ১০০০ টি

৩) কোন দেশ ৪০০ মিলিয়ন ডলার ইনভেস্ট করবে আমেরিকান চিফ মেকার কোম্পানি AMD ?

[A] তাইওয়ান

[B] শ্রীলংকা

[C] ভারত

[D] দক্ষিণ

Answer – ভারত

৪) ‘Raman – ২’ ইঞ্জিনের পরীক্ষা করল ভারতের কোন প্রাইভেট স্পেস কোম্পানি ?

[A] Skyroot

[B] Pixxel

[C] কোনোটিই নয়

[D] Agnikul Cosmos

Answer – Skyroot

WBPSC Food SI Practice Set 98

৫) Korean Open 2023- এ পুরুষ বিভাগে ডাবলস টাইটেল জিতলেন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় সত্বিকসিরাজ এবং চিরাগ শেট্টি ?

[A] ভুটান

[B] নেপাল

[C] ভারত

[D] চীন

Answer – ভারত

৬) কাঞ্চি নীচের কোন রাজ্যের রাজধানী ছিল?

[A] পল্লব

[B] রাষ্ট্রকূট

[C] চালুক্য

[D] চোল 

Answer -পল্লব

৭) সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?

[A] অজাতশত্রু

[B] পুষ্যমিত্র 

[C] বিম্বি সার   

[D] অগ্নি মিত্র

Answer – পুষ্যমিত্র  

৮) কার রাজত্বকালে চুল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল?

[A] দ্বিতীয় রাজেন্দ্র চোল

[B] প্রথম রাজেন্দ্র চোল

[C] প্রথম পুলকেশী

[D] রাজারাজা

Answer – প্রথম রাজেন্দ্র চোল

WBPSC Food SI Practice Set 98

৯) নিচের কোন অঞ্চল সাত বাহনের রাজ্য বলে পরিচিত?

[A] কোঞকণ অঞ্চল 

[B] কলিঙ্গ

[C] মধ্যপ্রদেশ

[D] অন্ধ অঞ্চল

Answer – অন্ধ অঞ্চল

১০) নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? 

[A] পল্লব

[B] চোল 

[C] রাষ্ট্রকূট

[D] পুষ্যভৃতি  

Answer -চোল  

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

[A] রাজেন্দ্র চোল

[B] নরসিংহ বর্মন

[C] বিজয় সেন

[D] হরিহর ও বুককা 

Answer -হরিহর ও বুককা  

১২) মাদুরাই কাদের রাজধানী ছিল?

[A] পল্লব

[B] চোল 

[C] পান্ত্য 

[D]   রাষ্ট্রকূট

Answer -পান্ত্য  

১৩) বিজয় নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়?

[A] বিজাপুর

[B] হাম্পি

[C] কাঞ্চি

[D] থাঞ্জাভুর

Answer – হাম্পি

১৪) পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশে সিংহাসনে বসেন?

[A] গোপাল

[B] ধর্মপাল

[C] দেবপাল

[D] মহীপাল

Answer – গোপাল

১৫) ১৪২০ খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন। কে তিনি?

[A] নিকোলো কোন্টি

[B] ফা -হিয়েন 

[C]মার্কোপোলো

[D] ভাস্কো-ডা-গামা

Answer -নিকোলো কোন্টি 

নতুন চাকরির খবর – Click Here