WBPSC Food Si Result Out 2024 – WBPSC Food SI পরীক্ষার ফলাফল প্রকাশ্যে! তাড়াতাড়ি Pdf ডাউনলোড করে দেখে নিন।

WBPSC Food Si Result Out 2024 – Food SI নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষাও হয়ে গিয়েছে সময়মতো। এবার সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করেছিলেন এবং পরীক্ষা দিয়েছেন তারা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিজের পরীক্ষার ফলাফল দেখে নিন।

(WBPSC Food Si Result Out 2024)

এ রাজ্যের খাদ্য দপ্তরে গ্রেড III তে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। ১১০ জন চাকরি প্রার্থীর নাম সম্প্রতি প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত হওয়া ফলাফলের প্রার্থীদের নাম রোল নম্বর থেকে শুরু করে সে কোন ক্যাটাগরি সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালে পশ্চিমবঙ্গ পাবলিক (WBPSC Food Si Result Out 2024) সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর পরীক্ষা নেওয়া হয় পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এই ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার রেজাল্ট ২০১৮ সালের। কিছুদিন আগে ফুড এস আই এর যে পরীক্ষা হল তার ফলাফল এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তাই আর দেরি না করে WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফুড এস আই পরীক্ষার ফলাফল দেখে নিন, ডাউনলোড করে নিন পিডিএফ ফাইল।

কিভাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ২০১৮ সালের ফুড এস আই পরীক্ষার ফলাফলের পিডিএফ ফাইল ডাউনলোড করবেন?

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) তারপর View All অপশনে ক্লিক করুন।
৩) এরপর আপনার সামনে আসবে বিজ্ঞপ্তি ডাউনলোডের একটি লিংক। ওই লিংকে ক্লিক করে সরাসরি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন।

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটpsc.wb.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – উচ্চমাধ্যমিক পাশে LDC ও DEO পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৩৭১২টি

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।