WEBCSC Recruitment 2023 – পশ্চিমবঙ্গের সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে কো-অপারেটিভ সার্ভিস কমিশন তরফ থেকে বর্ধমান কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়ন লিমিটেড সংস্থায় কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে খুব সহজেই একাউন্টের পদে আবেদন করা যাবে।
আবেদন করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু একটি কন্ট্রাক্টচুয়াল চাকরি। ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন (WEBCSC Recruitment 2023) করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। আরও জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | West Bengal Co-operative Service Commission |
পদের নাম | একাউন্টেন্ট |
মোট শূন্যপদ | ০১ টি |
আবেদন মাধ্যম | অনলাইন (ইন্টারভিউ) |
আবেদন শেষ | ৪ সেপ্টেম্বর, ২০২৩ |
নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (WEBCSC Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম একাউন্টেন্ট।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ০১ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়স সীমা সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে।
২) উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৬,০০০/- হাজার টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (WEBCSC Recruitment 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (WEBCSC Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Com সহ Accountancy বিষয় জ্ঞান থাকতে হবে সঙ্গে অতি অবশ্যই কম্পিউটার ওপরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তবেই এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
webcsc.org পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এই পদে নিয়োগ হবে সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে। সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে এই ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন করতে (WEBCSC Recruitment 2023) কি কি ডকুমেন্টস লাগবে?
১) প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (WEBCSC Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আলাদা করে কোন রকম আবেদন কিছু করতে হবে না এখানে সর্বপ্রথম আপনাদের করতে হবে নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদন ফ্রম ডাউনলোড করতে হবে। তাছাড়া আপনারা যদি চান সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই আবেদন ফরমটিকে আপনাদের একটি স্ক্যান ফাইল করে সেখানে সমস্ত কিছু তথ্য দিয়ে (cscwbbb@gmail.com) ইমেইল করতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী যে তারিখ ও যে সময়ের মধ্যে।
আবেদন করার পরে অতি (WEBCSC Recruitment 2023) অবশ্যই যে ইন্টারভিউ ডেট উল্লেখ করা আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সেই ডেটে আপনাদের চলে যেতে হবে একটি বায়োডাটা, পরিচয় পত্র, সঙ্গে রঙিন ফটোকপি নিয়ে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় তাহলে আপনাদের সরাসরি ইন্টারভিউ হয়ে যাবে। আরো বিশদে জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত কিছু যাচাই করে তবেই নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৪-০৯-২০২৩ |
আবেদন শুরু | ০৪-০৯-২০২৩ |
আবেদন শেষ | ০৫-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Application Form | Download Now |
WEBCSC Recruitment 2023 – পশ্চিমবঙ্গে দুগ্ধ উৎপাদন সমিতিতে কর্মী নিয়োগ। সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ
এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
B.com পাশ।
কত জনকে এখানে নিয়োগ করা হবে ?
০১ জনকে।
আবেদন করার জন্য বয়সসীমা কি লাগছে ?
৪০ বছরের মধ্যে।
আবেদন শুরু কবে থেকে?
০৪-০৯-২০২৩।
আবেদন করার শেষ তারিখ কবে?
০৫-০৯-২০২৩ এই তারিখ অব্দি।