WEBCSC Recruitment 2024 – পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ ব্যাঙ্কে চাকরি, ১৮ থেকে ৪০ বছর হলে আবেদন করুন।

WEBCSC Recruitment 2024 – রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গে কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে। এটি একটি ভালো বেতনের চাকরি। আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন। 

নিয়োগ সংস্থাWEST BENGAL CO-OPERATIVE SERVICE COMMISSION
পদের নামBranch Manager
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমইন্টারভিউ
শেষ তারিখ ১৬.০২.২০২৪

নতুন চাকরির খবর – অষ্টম পাশে স্বাস্থ্য পরিবহন দপ্তরে চাকরি, প্রতিমাস বেতন ১১,৫০০/- টাকা

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Branch Manager।

২) এখানে মোট ৮ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন (WEBCSC Recruitment 2024)

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। তাছাড়া আবেদন করার আগে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২৮,৫০০/- টাকা থেকে ৮২,৫৫০/- টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (WEBCSC Recruitment 2024)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে   আবেদন করার জন্য প্রার্থীদের B.Com অথবা B.Sc অনার্স যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। আর বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করতে পারেন। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.webcsc.org পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনারা আবেদন অফলাইন অথবা ই-মেইল এর মাধ্যমে আবেদন (WEBCSC Recruitment 2024) সম্পন্ন করতে পারেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে ইমেল আইডিতে আবেদন করার কথা উল্লেখ করেছে সে ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারেন। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শেষ১৬.০২.২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.webcsc.org
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে বন দপ্তরের চাকরি, ৫৯৩৪ শূন্যপদে আবেদন করুন