West Bengal ICDS Recruitment 2024 – রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ, আবেদন করলেই চাকরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

West Bengal ICDS Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। প্রতিটি জেলা থেকে রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকলেই আবেদন করতে পারবে যেকোনো প্রার্থী। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাঅঙ্গনওয়াড়ি সহায়িকা দপ্তর
পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ ৩১/০৩/২০২৪

নতুন চাকরির খবর – BSK দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ

পদের নাম

এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা

বয়সসীমা ও বেতন West Bengal ICDS Recruitment 2024

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা সর্বনিম্ন ১৮ বছর‌ বয়স থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ইচ্ছুক আবেদন কারীদের বয়স দশম শ্রেণী পাশ সার্টিফিকেট অনুসারে ধরা হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

২) এই পদে নিয়োগ করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি নিয়ম অনুসারে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে West Bengal ICDS Recruitment 2024 স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

maldaicdsrecruitment.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি (West Bengal ICDS Recruitment 2024)

এই পদে নিযুক্ত করার আগে প্রার্থীদের নির্দিষ্ট যাচাই করনের জন্য স্থানীয় ভাষায় ১৫০ শব্দের রচনা,পাটি গণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান,ইংরাজি ,সরল অনুবাদ,সাধারণ জ্ঞানের প্রশ্ন বিষয়ে সবমিলিয়ে ৯০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নাম্বারের ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) আবেদন প্রার্থীর বয়সের প্রমাণপত্র।
২) জাতিগত শংসাপত্র
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
৪) আইডেন্টি প্রুভ হিসাবে আধার কার্ড/ভোটের কার্ড
৫) রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটোকপি 
৬) ইচ্ছুক আবেদন পার্থীর সিগনেচার

কিভাবে আবেদন করতে হবে

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।

৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।

৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ০১/০৩/২০২৪
আবেদনের শেষ তারিখ৩১/০৩/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটmaldaicdsrecruitment.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – খড়গপুরে IIT তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করুন

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।