বাংলার ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস পাবেন, কবে ও কীভাবে পাবেন জানুন এখনই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাংলার মানুষদের জন্য দারুণ খুশির খবর। এবার থেকে পাইপের সাহায্যে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যাবে গ্যাস। এটি নিয়ে কাজ শুরু করবে বেঙ্গল গ্যাস কোম্পানি (বিজিসি)। এতে কলকাতা ও অন্যান্য জেলাগুলো খুব উপকৃত হবে।

বর্তমান গ্যাস সরবরাহে (Pipeline Gas) কেন সমস্যা হচ্ছে ?

এখন দেশের প্রতিটি পরিবারই রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের উপর নির্ভর করে থাকে। যেটি একটি হলেও অসুবিধার সৃষ্টি করে। কারণ রান্নার গ্যাসের দাম ৮৫০ টাকা।

অন্যদিকে গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস পেতে এক থেকে দুদিন সময় লাগে। এতে যাদের কাছে একটি সিলিন্ডার আছে তাদের অনেক সমস্যা হয়। দুটো সিলিন্ডার থাকলেও কিন্তু সমস্যা হচ্ছে।

পাইপে গ্যাস এলে কী কী সুবিধা হবে মানুষের ?

• এই পরিষেবা রান্নার গ্যাসের সিলিন্ডারের চেয়ে সস্তা হবে। এতে মধ্যবিত্ত পরিবারের সুবিধা হবে।

• আর গ্যাসের দাম বাড়া, কমা ও সিলিন্ডার শেষ হওয়ার পর নতুন সিলিন্ডার আসার জন্য অপেক্ষা করতে হবেনা।

• গ্যাস শেষ হয়ে গেলেও গ্যাসের সরবরাহ বিচ্ছিন্ন হবেনা।

পাইপযুক্ত গ্যাস কবে ও কোথায় সরবরাহ করা হবে ?

গ্যাসের সমস্ত সমস্যা সমাধান করার জন্যই বিজিসি কলকাতা, ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছু জায়গায় এই গ্যাসের পাইপলাইন বসানো হবে। অনেকদিন ধরেই এই পাইপগুলো লাগানো হচ্ছে আর কিছুদিনের মধ্যেই সেটি চালু করে দেওয়া হবে।

বিজিসি প্রথমে হুগলির কল্যাণী এবং চন্দননগরে পাইপযুক্ত (Pipeline Gas) গ্যাস বসাতে চাইছে। পাইলাইন নেটওয়ার্ক তৈরি হয়ে গেলেই সেই জায়গার বাড়িগুলোতে ধাপে ধাপে গ্যাস সরবরাহ করা হবে।

কিছুদিন আগেই কল্যাণী ও চন্দননগরের গয়েশপুর এবং মগরায় দুটো সিটি গেট স্টেশন স্থাপন করে দিয়েছে, এতে গ্যাস সহজভাবে সরবরাহ করা যাবে। এই প্রকল্পটি সম্পন্ন করতে বেশকিছু সময় লাগবে। বিজিসি ৩০,০০০ এর মতো বাড়িত গ্যাস সরবরাহ করবে। 

জানা গিয়েছে পাইপযুক্ত গ্যাসের পরিষেবা প্রথমে জেলা ও তারপর শহরে পৌঁছে যাবে। এক থেকে দেড় বছরের মধ্যেই কলকাতায় এই পরিষেবা পৌঁছে যাবে।

বিজিসির এই প্রকল্প বাংলার অনেক পরিবারকে (Pipeline Gas) সাহায্য করবে। কারণ এটির দাম ও সহজলভ্যতা মানুষের জীবনকে আরো উন্নত কিরে তুলবে। আশা করা হচ্ছে প্রকল্পটি জুন মাস থেকে শুরু হয়ে যেতে পারে।

রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com