ICAR New Recruitment 2023 – কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। রাজ্য সমস্ত জেলার চাকরিপ্রার্থী এখানে আবেদন যোগ্য। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | ICAR-CENTRAL PLANTATION CROPS RESEARCH INSTITUTE |
পদের নাম | Young Professional -I (Administrative, Finance & Accounts) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ২০.১২.২০২৩ |
নতুন চাকরির খবর – রাজ্যে আপার ডিভিশন ক্লার্ক কর্মী নিয়োগ
পদের নাম (ICAR New Recruitment 2023)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল -Young Professional -I (Administrative, Finance & Accounts)।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে (ICAR New Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ো এখানে পাওয়া যাবে।
২) লিখিত পদ আপনার যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৩০ হাজার টাকা হবে।
শিক্ষাগত যোগ্যতা
উল্লেখিত পদে আবেদন করার জন্য (ICAR New Recruitment 2023) প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Com/BBA/BBS অন্তত সাত শতাংশ নাম্বার নিয়ে পাস করা থাকতে হবে তাছাড়া সংশ্লিষ্ট বিষয়ের উপরে অন্তত এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
cpcri.icar.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে (ICAR New Recruitment 2023) আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শুরু | ০৭-১২-২০২৩ |
আবেদন শেষ | ২০.১২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | cpcri.icar.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –খড়গপুর IIT তে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনের মাধ্যমে