India Post Recruitment 23-2024 – সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করে ফেলুন। এটি একটি ভাল বেতনের চাকরি। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | GOVERNMENT OF INDIA – MINISTRY OF COMMUNICATION |
পদের নাম | Staff Car Driver |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২০-০১-২০২৪ |
নতুন চাকরির খবর – জেলায় অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি,
পদের নাম ও শূন্যপদ (India Post Recruitment 23-2024)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Staff Car Driver।
২) এখানে মোট ৭ জনকে কে নিয়োগ করা হবে। (UR- ৫ টি, ST- ২ টি)।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
২) এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে পে ম্যাট্রিক্স অনুযায়ী ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/-টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (India Post Recruitment 23-2024)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। আরও বিস্তারিত জানতে অবশ্যই সমস্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.indiapost.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন মূল্য আছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে। তবে (India Post Recruitment 23-2024) এখানে আবেদন মূল্য কি আছে ? কোথায় কি আবেদন মূল্য জমা দিতে হবে সে সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেনি।
নিয়োগ প্রক্রিয়া (India Post Recruitment 23-2024)
এখানেও প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ড্রাইভিং টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Assistant Director (Staff), O/o the Chief Postmaster General, Chhattisgarh Circle, Raipur-492001
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০-১২-২০২৩ |
আবেদন শেষ | ২০-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.indiapost.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –কলকাতা হাইকোর্টে চাকরি, বাংলা ভাষা জানলে আবেদন করুন