Calcutta High Court Recruitment 2023 – কলকাতা হাইকোর্টে চাকরি, বাংলা ভাষা জানলে আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Calcutta High Court Recruitment 2023 – রাজ্যর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। কলকাতা হাইকোর্টের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে বাংলা ভাষায় জানলে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থী আবেদন যোগ্য।

এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন। 

নিয়োগ সংস্থাCalcutta High Court
পদের নামTranslator
মোট শূন্যপদনিজে উল্লেখ করা আছে 
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ ০৬-০১-২০২৪

নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

পদের নাম ও শূন্যপদ (Calcutta High Court Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল -Translator।

২) এখানে মোট ০৭ জনকে কে নিয়োগ করা হবে। 

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন (Calcutta High Court Recruitment 2023) করার জন্য প্রার্থীদের বয়স ২৫ বছর থেকে তার উর্ধে হতে হবে এখানে আবেদন করা যাবে। 

২) এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে বেতন ৫০,০০০/- টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Calcutta High Court Recruitment 2023)

উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কম্পালসারি বিষয় হিসেবে বাংলা এবং অন্য একটি বিষয় হিসেবে ইংরেজি থাকতে হবে এছাড়া ভারতের যে কোনো UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের একজন আইন স্নাতক (LL.B.) হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.calcuttahighcourt.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া 

এখানেও প্রার্থীদের নিয়োগ করা (Calcutta High Court Recruitment 2023) হবে দুটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। 

আবেদন মূল্য কি লাগছে?

যে সকল ইচ্ছুক এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদনমূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য কি আছে? কোথায় কি আবেদন মূল্য দিতে হবে এবং কারা আবেদন মূল্য দেবে ? সে সমস্ত বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন। 

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনারা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবেন। কি ভাবে অফলাইনে নিজেদের আবেদন সম্পন্ন করবেন জেনে নিন। এখানে সর্বপ্রথম একটি সাদা কাগজ নিতে হবে (8.5″ X 14″) এর প্লেন কাগজে নিজের হাতে অথবা টাইপিং করে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। 

এরপর অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী যা যা ডকুমেন্টস চেয়েছে সে গুলোকে সংযুক্ত করে একটি মুখ বন্ধ ওয়ালা খামে ভর্তি হবে। তারপর কোন পোষ্টের জন্য আবেদন করছেন সেটা উপরে উল্লেখ করে নির্দিষ্ট টাইম এবং দিনের মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট ড্রপবক্সে উক্ত খামটি জমা করতে হবে তাহলে আবেদন সম্পূর্ণ হবে।

আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২২-১২-২০২৩
আবেদন শেষ০৬-০১-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.calcuttahighcourt.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর –ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি