BCW Department Recruitment 23-2024 -রাজ্যর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। পূর্ব মেদিনীপুর জেলার সাব ডিভিশনে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এটি একটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক পদ।
এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | District Welfare Officer Backward Classes Welfare & Tribal Development Purba MediniPur |
পদের নাম | Additional Inspector |
মোট শূন্যপদ | ২৫ টি |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ০৬-০১-২০২৪ |
নতুন চাকরির খবর –আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন
পদের নাম ও শূন্যপদ (BCW Department Recruitment 23-2024)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Additional Inspector।
২) এখানে মোট ২৫ জনকে কে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬৪ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (BCW Department Recruitment 23-2024)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক হয়ে থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরও বিস্তারিত জানতে অবশ্যই সমস্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
purbamedinipur.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানেও প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন (BCW Department Recruitment 23-2024) করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২-১২-২০২৩ |
আবেদন শেষ | ০৬-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | purbamedinipur.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – কলকাতা হাইকোর্টে চাকরি, বাংলা ভাষা জানলে আবেদন করুন