Kalyani AIIMS Recruitment 2024 – রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের কল্যাণী AIIMS তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ভারতবর্ষে নাগরিক হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জেলা চাকরি প্রার্থীর আবেদনযোগ্য। ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে।
এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani |
পদের নাম | Tutor |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ১৫-০১-২০২৪ |
নতুন চাকরির খবর – জেলায় অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি,
পদের নাম (Kalyani AIIMS Recruitment 2024)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Tutor।
বয়স সীমা ও বেতন
১) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সীমা সম্বন্ধে কোন রকম কিছু উল্লেখ নেই তবুও ইচ্ছুক প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে বুঝে তবে নিজের দায়িত্ব ইন্টারভিউতে যেতে পারেন।
২) এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৫,৬০০/- থেকে শুরু হবে আরও অনেক কিছু সুযোগ সুবিধা আছে।
শিক্ষাগত যোগ্যতা (Kalyani AIIMS Recruitment 2024)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.B.B.S পাশ করে থাকতে হবে তাছাড়া M.SC পাস করা থাকলেও এখানে আবেদন করা যাবে। আরও বিস্তারিত জানতে অবশ্যই সমস্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
aiimskalyani.edu.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন মূল্য আছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (Kalyani AIIMS Recruitment 2024) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে। তবে এখানে আবেদন মূল্য কি আছে ? কোথায় কি আবেদন মূল্য জমা দিতে হবে সে সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেনি।
নিয়োগ প্রক্রিয়া (Kalyani AIIMS Recruitment 2024)
এখানেও প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে তিন নম্বর পাতায় আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০২-০১-২০২৪ |
ইন্টারভিউ তারিখ | ১৫-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | aiimskalyani.edu.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –কলকাতা হাইকোর্টে চাকরি, বাংলা ভাষা জানলে আবেদন করুন