Union Bank Recruitment 2024 – ইউনিয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। ভারতবর্ষের যে কোন নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩টা জেলার উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | Union Bank Of India |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
শেষ তারিখ | ২৩.০২.২০২৪ |
নতুন চাকরির খবর – রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ, বেতন শুরু ১৭ হাজার থেকে
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Specialized Officer & More।
২) এখানে মোট ৬০৬ জনকে নিয়োগ করা হবে। SC- ৮৯ টি, ST – ৪৪ টি, OBC – ১৬১ টি, EWS – ৫৯ টি, UR – ২৫৩ টি
বয়স সীমা ও বেতন (Union Bank Recruitment 2024)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ২০ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৩৬,০০০/- টাকা থেকে শুরু হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু এখানে অনেকগুলি শূন্যপদ আছে। সেক্ষেত্রে প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা (Union Bank Recruitment 2024) শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে কিছু পদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা বিস্তারিত আলোচনা করা হলো। তবে অবশ্যই যে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে অতি অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
Degree in Computer Science, Software Engineering, Electronics & Communications Engineering ,Computer Science & Engineering/ Information Technology, B.Sc, B.E./B.Tech ,অথবা M. Tech, M.Sc. in Computer Science ইত্যাদি বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.unionbankofindia.co.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি (Union Bank Recruitment 2024)
এখানে নিয়োগ করা হবে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীকালে মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউ এর ওপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
এখানে কি আবেদন মূল্য লাগছে ?
এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে কাদেরকে কত কি আবেদন মূল্য দিতে হবে সেই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে গেলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদনমূল্যে দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শেষ | ২৩-০২-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.unionbankofindia.co.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর –গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ,বেতন প্রতিমাসে ১৬,০০০/- টাকা
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।