Gram Panchayat Vacancy 2024 – গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৬,০০০/- টাকা।

Gram Panchayat Vacancy 2024- রাজ্য চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। গ্রাম পঞ্চায়েতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদন টি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন। 

নিয়োগ সংস্থাBirbhum Zilla Parishad
পদের নামহোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ ১৬.০২.২০২৪

নতুন চাকরির খবর – পৌরসভায় ক্লার্ক কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

পদের নাম (Gram Panchayat Vacancy 2024)

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক।

কোন কোন পঞ্চায়েতে নিয়োগ হবে ?

Daspalsa, Persundi,Chinpai, Baraturigram, Karidhya, Banior, Angargoria, Bhutura, Kurunnahar, Charkalgram, Hinglow, Mathpalsa, Barla, Harisara, Kendua, Paduma, Kaleswar, Budhigram।

বয়স সীমা ও বেতন (Gram Panchayat Vacancy 2024)

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবেতাছাড়া আবেদন করার আগে অবশ্যই বয়সের হিসাব ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী করে নিতে হবে। তাছাড়া লোকাল ভাষা জানতে হবে।

২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৬,০০০/- টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Gram Panchayat Vacancy 2024)

এখানে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অতি অবশ্যই উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে তার সাথে অবশ্যই হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক পদের জন্য যথেষ্ট ডিগ্রির প্রয়োজন সেক্ষেত্রে সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

birbhum.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল (Gram Panchayat Vacancy 2024) ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২২-০১-২০২৪
আবেদন শেষ১৬.০২.২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটbirbhum.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর –অষ্টম পাশে ব্যাঙ্কে কর্মী নিয়োগ,আবেদন পদ্ধতি দেখুন