ONGC Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ONGC দপ্তরে ভিন্ন কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Oil and Natural Gas Corporation |
পদের নাম | জুনিয়র কনসালটেন্ট ও অ্যাসোসিয়েট কনসালটেন্ট |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ০৫/০৪/২০২৪ |
নতুন চাকরির খবর – LIC – তে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ট্রেড অ্যাপ্রেন্টিস।
বয়স সীমা ও বেতন (ONGC Recruitment 2024)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য ৬৪ বছরের নিচের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে । এছাড়া আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের (ONGC Recruitment 2024) বেতন জুনিয়র কনসালটেন্ট পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসাবে ৪২,০০০/- টাকা এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক ৬৮,০০০/- টাকা বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (ONGC Recruitment 2024)
সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য অবসরপ্রাপ্ত রেডিও অফিসারের যোগাযোগ মন্ত্রণালয় থেকে বৈধ GMDSS এবং COP (RTR/RTG) লাইসেন্স থাকতে হবে। অবসরপ্রাপ্ত রেডিও অফিসারের ওএনজিসি পরিষেবা থেকে বরখাস্ত হওয়া উচিত এবং রেডিও পরিচালনার ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
ongcindia.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (ONGC Recruitment 2024)
উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে শুধুমাত্র ই-মেলে মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন। নিজেদের আবেদন জানানোর জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখবেন সেখানে যা যা ডকুমেন্টস বলেছে সেগুলোকে স্ক্যান করবেন ও একত্রিত করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে আপনাদের ইমেলের মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ | ০৫/০৪/২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | ongcindia.com |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।