RBI Released New Features – রিজার্ভ ব্যাংকের তারকের সকল দেশবাসীর জন্যই খুশির খবর নিয়ে এলো। লোকসভা ভোটের আগে একই খুশির খবর আসতে চলেছে দেশ বাসীর জন্য যা শুনলে সত্যিই অবাক হয়ে যাবেন। সকলের টাকা তোলা কিংবা জমা দেওয়ার জন্য ব্যাংকের শাখা কিংবা ব্যাংকে গিয়ে ভিড় জমান।
লাইনের পর লাইন দাঁড়িয়ে টাকা জমা কিংবা তোলা সম্ভব হয়ে ওঠে। আর চিন্তার কারণ নেই এবার রিজার্ভ ব্যাংকের তরফে সুখবর তথ্য নিয়ে এলো। ব্যাংকে গিয়ে ভিড় জমাতে হবে না বাড়িতে বসেই টাকা লেনদেন করতে পারবেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে? জানুন আজকের এই প্রতিবদেনে।
ভাবছেন এটা কখনো সম্ভব ? হ্যাঁ সে রকমই একটি সুখবর তথ্য উঠে এসেছে ব্যাংক তরফে। এরকমই একটি সুখবর দেশবাসীর জন্য তথ্য উল্লেখ করেছেন রিজার্ভ ব্যাংক। কিন্তু কি ভাবে এই টাকা জমা কিংবা তুলবেন ? শাখা ছাড়া কিভাবে টাকা লেনদেন করা সম্ভব ? এর ফলে কোন অসুবিধা হবে কিনা ? কবে থেকে এই ব্যবস্থা চালু হতে চলেছে দেশজুড়ে ? ইত্যাদি সমস্ত তথ্য উল্লেখিত করা হয়েছে নিচের এই প্রতিবেদনে। সমস্ত তথ্যের বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি অধ্যায়ন করতে হবে।
RBI Released New Features
দেশে UPI এর ব্যবহার এত পরিমান বৃদ্ধি পেয়েছে যার ফলে হাতে টাকা না থাকলেও কোন জায়গায় বিপদে পড়লে এই UPI সঙ্গ দেয়। যে কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে খেতে গিয়ে বা যে কোন কাজে হাতে টাকা না থাকলেও UPI এর মাধ্যমে মিটিয়ে দিতে পারে যে কোন দেশবাসী।
এই ব্যবস্থাকে আরো প্রখর করে তোলার জন্য রিজার্ভ ব্যাংকের তরফে এক নতুন ঘোষণা। হ্যাঁ ঠিকই শুনেছেন রিজার্ভ ব্যাংকের তরফে ঘোষিত করেছে এবার থেকে UPI এর সাহায্যে টাকা জমা কিংবা তোলা করতে পারবে দেশবাসী। রিজার্ভ ব্যাঙ্কের তিনদিনের মুদ্রা নীতি বৈঠকে UPI দিয়ে অ্যাকাউন্টে টাকা জমা করার ব্যবস্থা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভোটের তালিকায় আপনার নাম আছে কি, বাড়িতে বসে চেক করুন মোবাইল দিয়ে।
দেশবাসী যে কোনো ব্যাংকের ক্ষেত্রে CDM এটিএম-গুলো ছাড়া কোন একাউন্টে ক্যাশ ডিপোজিট করা যাই না। কয়েক মাস আগে রিজার্ভ ব্যাংকের তরফে (RBI Released New Features)
ডেবিট কার্ড ছাড়াই এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলা চালু করে ছিলেন। এই সুবিধার হার আরো বৃদ্ধি করানোর জন্য টাকা তোলা ও জমা দেওয়া দু’রকম সুবিধা দিতে চাইছেন রিজার্ভ ব্যাংক।
দেশবাসীর জন্যUPI-এর মাধ্যমে CDM-গুলোতে টাকা জমা করার ব্যবস্থাপনা কবে থেকে শুরু হবে তা নিয়ে কোন রকম বিজ্ঞপ্তি প্রকাশ করেন নি রিজার্ভ ব্যাংক। তাদের গত বৈঠকে উল্লেখিত হয়েছে খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হতে চলেছে। এই ব্যবস্থা চালু হলে দেশবাসীর জন্য কতটা পরিমাণ সুবিধা হবে তা নিয়ে আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান।