MOEF Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য রইলো বড়সড় খুশির খবর। বনদপ্তরে, পরিবেশ ও জলবায়ুতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কেন্দ্র কিংবা রাজ্যের অধীনে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। কন্ট্রাচ্যুয়ালের ভিত্তিতে পাবেন কাজ। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? সবার আগে সব তথ্য জানতে অবশ্যই পড়ুন এই প্রতিবেদন। অবশ্যই অফিশিয়াল নোটিশ পড়ে তবেই নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | Ministry of Environment, Forest and Climate Change |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | আবেদন শুরুর ৪৫ দিনের মধ্যে |
নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জানুন
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Upper Division Clerk, Assistant, Section Officer পদে মূলত কর্মীদের নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (MOEF Recruitment 2024)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৫৬ এর মধ্যে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় ও এখানে পাওয়া যাবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে (MOEF Recruitment 2024) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার রয়েছে। শিক্ষাগত যোগ্যতা MOEF&CC-এর ওয়েবসাইটে (envfor.nic.in) উপলব্ধ শূন্যপদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
envfor.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে নিজের দায়িত্বে আবেদন করুন।
আবেদন মূল্য কি আছে?
বিজ্ঞপ্তিতে কোন আবেদন মূল্যের কথা এখনো বলা হয়নি। তবে ফর্ম ফিলাপ করার আগে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে (MOEF Recruitment 2024) সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শুরু | ২৭ই এপ্রিল, ২০২৪ |
আবেদন শেষ | আবেদন শুরুর ৪৫ দিনের মধ্যে |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | envfor.nic.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর – ED অফিসার হতে চাইলে কি করবেন? কি যোগ্যতা লাগে? জানুন বিস্তারিত
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।