WB Health Department Job 2023 – যে সকল চাকরি প্রার্থীরা জেলা স্বাস্থ্য দপ্তরের চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশির খবর। রাজ্যের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি যাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | District Health & Family Welfare Samiti (DHFWS), Purba Bardhaman |
পদের নাম | Yoga Instructor |
মোট শূন্যপদ | ৬০ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ১৪.০৮.২০২৩ |
নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি
পদের নাম ও শূন্যপদ (WB Health Department Job 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদটির নাম হচ্ছে Yoga Instructor।
২) এখানে মোট ৬০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, Male পদে ৩০ টি শূন্য পদ রয়েছে ও Female পদে ৩০ জন্য শূন্য পদ রয়েছে।
বয়স সীমা ও বেতন
১) এই পদগুলোতে (WB Health Department Job 2023) আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে অবশ্যই আবেদন করার সময় ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসেব দেখে নিতে হবে।
২) এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে এখানে যে বেতন দেওয়া হবে Male এবং Female প্রার্থীদের আলাদা আলাদা বেতন ধার্য করা হয়েছে। Female দের জন্য বেতন প্রতি মাসে ৫০০০/- টাকা ও Male দের বেতন প্রতি মাসে ৮০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Health Department Job 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপরে ডিপ্লোমা বা ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে তাহলেই তারা এখানে আবেদনযোগ্য আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
নিয়োগ প্রক্রিয়া (WB Health Department Job 2023)
এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন মূল্য
এই পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। (WB Health Department Job 2023) বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০/- টাকা ধার্য করা হয়েছে।
এই বিজ্ঞপ্তি (WB Health Department Job 2023) কোথা থেকে প্রকাশ হয়েছে?
www.wbhealth.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী খবরের প্রতিরূপ দিয়েছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য www.wbhealth.gov.in পোর্টালে যেতে হবে সেখানে গিয়ে নিজের নাম ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে যে (WB Health Department Job 2023) পদের জন্য আবেদন করবে সেই পদটিকে চয়েস করে ও যে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য দেখবেন বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৬.০৭.২০২৩ |
আবেদন শুরু | ২৬.০৭.২০২৩ |
আবেদন শেষ | ১৪.০৮.২০২৩ |
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/3801.pdf
নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ