Railway Group D Practice Set 04 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৪, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

Railway Group D Practice Set 04 – বেশ কিছুদিন আগে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। এই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই পরীক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারে নি তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। প্রতিনিয়ত এই প্র্যাকটিস সেট গুলি ফলো করলে কমন আসবেই।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০ – (Railway Group D Practice Set 04)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন পেয়ে যাবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

১) নিচের কোনটির রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চালায় ?

[A] কেঁচো
[B] মাছ
[C] আরশোলা
[D] হাইড্রা

Answer – হাইড্রা

২) একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেমি হলে তার আয়তন কত হবে ?

[A] 64 ঘনসেমি
[B] 60 ঘনসেমি
[C] 80 ঘনসেমি
[D] 72 ঘনসেমি

Answer – 60 ঘনসেমি

৩) ধনতান্ত্রিক অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হল —

[A] সরকারি মালিকানা
[B] নিয়ন্ত্রিত মূল্য
[C] ব্যক্তিগত মালিকানা
[D] অর্থনৈতিক পরিকল্পনা

Answer – ব্যক্তিগত মালিকানা

৪) উড়োজাহাজে ঝরনা কলম নিয়ে গেলে কলম থেকে কালি উপচে পড়ে কারণ—

[A] বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপ অপেক্ষায় বেশি
[B] বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত বদলাতে থাকে
[C] বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্রতলের চাপের চেয়ে কম
[D] কোনোটিই নয়

Answer – বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্রতলের চাপের চেয়ে কম

৫) একই তাপমাত্রা এবং চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনু থাকে । এই সূত্রটি কে বলা হয়—–

[A] চার্লসের সূত্র
[B] বয়োলের সূত্র
[C] গে- লুসাকের সূত্র
[D] অ্যাভোগাড্রোর সূত্র

Answer – অ্যাভোগাড্রোর সূত্র

Railway Group D Practice Set 04

৬) একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর প্রতিটির দৈর্ঘ্য 13 সেমি এবং ভূমি 10 সেমি হলে ক্ষেত্রফল কত ?

[A] 60√3 বর্গসেমি
[B] 60 বর্গসেমি
[C] 130√3 বর্গসেমি
[D] 130 বর্গসেমি

Answer – 60 বর্গসেমি

৭) নিম্নের কোনটি কেন্দ্রীয় সরকারের রাজস্বের উৎস নয় ?

[A] কর্পোরেট কর
[B] আয়কর
[C] আবগারি শুল্ক
[D] কৃষিজ আয়কর

Answer – কৃষিজ আয়কর

৮) মিশ্র অর্থনীতির অর্থ হলো —

[A] গ্রাম ও শহরের যুগপৎ উন্নয়ন
[B] কৃষি ও শিল্প ক্ষেত্রের সম উন্নয়ন
[C] বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে সম অস্তিত্ব
[D] ব্রাহ্ম শহরের দরিদ্রদের মধ্যে সম্পদের সমান বন্টন

Answer – বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে সম অস্তিত্ব

৯) LPG–র মুখ্য উপাদানটি হল—

[A] ইথেন
[B] মিথেন
[C] প্রোপেন
[D] বিউটেন

Answer – বিউটেন

১০) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ?

[A] মনিপুর
[B] নাগাল্যান্ড
[C] অরুণাচল প্রদেশ
[D] অসম

Answer – অরুণাচল প্রদেশ

Railway Group D Practice Set 04

১১) নিম্নের কোন সংস্থা প্রতিবছর “ইজ অফ ডুইং” বিজনেস রিপোর্ট প্রকাশ করেন ?

[A] IMF
[B] WTO
[C] UNCTAD
[D] WORLD BANK

Answer – WORLD BANK

১২) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার। তার কর্ণ কত সেমি ?

[A] 8 সেমি
[B] 15√2 সেমি
[C] 7 সেমি
[D] 6 সেমি

Answer – 8 সেমি

১৩) নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি ভারতের FDI ক্ষেত্রে শীর্ষ বিনিয়োগকারী ?

[A] আমেরিকা
[B] UAE
[C] মরিশাস
[D] জাপান

Answer – মরিশাস

১৪) দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গ.সা.গু 4 হলে ল.সা.গু কত ?

[A] 36
[B] 24
[C] 72
[D] 48

Answer – 48

১৫) যদি বাতাসকে সবুজ বলা হয়, সবুজকে নীল, নীলকে আকাশ, হলুদকে জল এবং জলকে গোলাপি বলা হয়, তবে আকাশের রং কি হবে ?

[A] সাদা
[B] নীল
[C] গোলাপি
[D] আকাশ

Answer – আকাশ

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০১, বাছাই করা ১৫ টি প্রশ্ন।