WB Volunteer Job 2023 – রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। নদীয়া জেলার কৃষ্ণনগর SDO অফিস থেকে বিভিন্ন ব্লকে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এখানে খুব সহজেই অফলাইনে এর মাধ্যমে আবেদন করে নিতে পারবে। পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। এ ছাড়া আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন বুঝবেন তারপরে নিজে দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | DLS, Nadia |
পদের নাম | Para Legal Volunteer |
মোট শূন্যপদ | ৩৬ টি |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ১২-০৯-২০২৩ |
নতুন চাকরির খবর – রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ, ২৫ হাজার টাকা বেতনের চাকরি।
পদের নাম ও শূন্যপদ (WB Volunteer Job 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Para Legal Volunteer (PLV)।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ৩৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে – যে যে ব্লকে এখানে নিয়োগ করা হবে সেই ব্লকের শূন্য পদ গুলি হচ্ছে –
১) Kaliganj – ৭ টি
২) Nakashipara – ৪ টি
৩) Chapra – ৫ টি
৪) krishnanagar – ৭ টি
৫) krishnanagar II – ৭ টি
৬) Nabadwip – ৬ টি
বয়স সীমা ও বেতন
১) সংস্থার বিজ্ঞপ্তি (WB Volunteer Job 2023) অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে এই বয়সের ঊর্ধ্বে যে কেউ আবেদন করতে পারে।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি দিন ৫০০/- টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Volunteer Job 2023)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও সঙ্গে অতি অবশ্যই কম্পিউটার ও ইংরেজি ভাষার ওপরে জ্ঞান থাকতে হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
nadia.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (WB Volunteer Job 2023)
এখানে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার (WB Volunteer Job 2023) জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.০৮.২০২৩ |
আবেদন শুরু | ২৩.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১২.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
WB Volunteer Job 2023 – জেলায় ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ, আবেদন করার পদ্ধতি দেখুন।
Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
Ans – উচ্চমাধ্যমিক পাশ।
Q – কত জনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans – ৩৬ জনকে নিয়োগ করা হবে।
Q – আবেদন করার জন্য বয়সসীমা কি লাগছে ?
Ans – ১৮ বয়সের ঊর্ধ্বে।
Q – আবেদন শুরু কবে থেকে?
Ans – ২৩.০৮.২০২৩ তারিখ থেকে।
Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans – ১২.০৯.২০২৩ এই তারিখ অব্দি।
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, অনলাইনে আবেদন জানান