WB DEO Recruitment 2023 – রাজ্য সরকারের অধীনে Webel Technology Limited (WTL), পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তিটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | Webel Technology Limited (WTL) |
পদের নাম | Data Entry Operator,Senior Software Developer |
মোট শূন্যপদ | ০৭ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, অনলাইনে আবেদন জানান
পদের নাম- Data Entry Operator (DEO)
১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে (WB DEO Recruitment 2023) সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করা থাকলে অবশ্যই এই পদে আবেদন করা যাবে।
২) শূন্যপদ – ৩ টি শূন্য পদ রয়েছে।
৩) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২৫,০০০ হাজার টাকা হবে।
৪) বয়স সীমা – যে সকল ইচ্ছুক (WB DEO Recruitment 2023) প্রার্থীরা এখানে আবেদন (WB DEO Recruitment 2023) করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারেন তবে তার আগে অবশ্যই ৩১/৮/২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে।
পদের নাম- Senior Software Developer
১) শিক্ষাগত যোগ্যতা – যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অতি অবশ্যই AICTE অথবা UGC স্বীকৃত কোন ইনস্টিটিউট থেকে BE/B.Tech/M.Sc in Computer Science/IT বিষয়ে কোর্স সম্পূর্ণ করা থাকলে অবশ্যই তারা আবেদন করতে পারবেন। আরও (WB DEO Recruitment 2023) বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
২) শূন্যপদ – এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে।
৩) মাসিক বেতন – এই পদে (WB DEO Recruitment 2023) আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৭৫,০০০ টাকা হবে।
৪) বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য বয়সসীমা বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ফলো করুন।
নিয়োগ পদ্ধতি (WB DEO Recruitment 2023)
এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম ইন্টারভিউ হবে ও পরবর্তীকালে মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে। এ বিষয়ে (WB DEO Recruitment 2023) আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে সংস্থা বিজ্ঞপ্তি অনুযায়ী ই-মেল মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে যে আবেদন ফরমটি আছে সেই ফর্মটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। এরপর হাতে-কলমে সমস্ত কিছু লিখে সঙ্গে এক কপি ছবি (WB DEO Recruitment 2023) সংযুক্ত করে সর্বশেষে সেই আবেদনপত্রটির স্ক্যান করে সঙ্গে যা যা যাবতীয় ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানিয়ে সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন করার ইমেল ঠিকানা বলেছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিস্তারিত জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | .. |
আবেদন শুরু | .. |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন