AAI Recruitment 2023 – মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২১ হাজার টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AAI Recruitment 2023 – যে সকল চাকরিপ্রার্থীরা এয়ারপোর্টে চাকরি করার জন্য বা এয়ারপোর্টে চাকরির খবরের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য এবার খুশির খবর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) তরফ থেকে শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে অনলাইন এর মাধ্যমে আবেদন করা যাবে। আরো সমস্ত কিছু তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন ও নিজে দায়িত্বের সর্বশেষে আবেদন করুন।

নিয়োগ সংস্থাAAI Cargo Logistics & Allied Services Company Limited (AAICLAS)
পদের নামTrolley Retriever
মোট শূন্যপদ১০৫ টি

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ

বয়স সীমা ও বেতন (AAI Recruitment 2023)

১) এই উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ২৭ বছর বয়সের মধ্যে হতে হবে তাছাড়া আবেদন করার সময় অতি অবশ্যই ০১-০৮-২০২৩ তারিখ অনুযায়ী দেখে নিতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC/ST ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ৫ বছর ছাড় পাবেন ও OBC ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ৩ বছরের ছাড় পাবেন।

২) এখানে যদি (AAI Recruitment 2023) আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন বেসিক পেয়ে অনুযায়ী ১০,০০০ টাকা সহ অন্যান্য এলাউন্স মিলিয়ে মোট ২১ হাজার ৩০০ টাকা হাতে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অতি অবশ্যই হতে হবে। তাছাড়া আবেদনকারীদের (AAI Recruitment 2023) উচ্চতা হতে হবে নিম্নতম ১৬৭ সেমি ও ওজন হতে হবে নিম্নতম ৫৫ কেজি।

আবেদন মূল্য ও নিয়োগ স্থান

১) ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনমূল্য এখানে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আড়াইশো টাকা ধার্য করা হয়েছে। তাছাড়া SC /ST & Women Candidates কোনরকম আবেদন মূল্য লাগছেনা সম্পূর্ণ বিনামূল্যে তারা আবেদন করতে পারবে।

২) যদি আপনার এখানে (AAI Recruitment 2023) আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের চাকরির স্থান হবে চেন্নাইতে।

কিভাবে আবেদন (AAI Recruitment 2023) করতে হবে?

এখানে আবেদন করতে পারবেন আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে। সবার প্রথমে সংস্থার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে (www.aaiclas.aero) এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখতে হবে যখন নিজের নাম রেজিস্ট্রেশন করবেন তখন বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি অতি অবশ্যই দেবেন। (AAI Recruitment 2023) এরপর আবেদন করার জন্য নির্দিষ্ট যে ফর্ম আসবে সেই ফর্মটিকে ফিলআপ করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজের মধ্যে রেখে আপলোড করতে হবে ও সর্বশেষে আবেদন মূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS1861690464975.pdf

নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা