AIASL Recruitment 2023 – রাজ্য সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। ভারতের একটি বিমান পরিবহন সংস্থা AI AIRPORT SERVICES LIMITED এর তরফে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | Airport Services Limited |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ১৭, ১৮, ১৯ অক্টোবর |
নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ,আবেদন পদ্ধতি অনলাইন
পদের নাম – Handyman/ Handywomen
১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে জানতে হবে। এছাড়া লোকাল ভাষা অর্থাৎ হিন্দি ভাষায় কথা বলতে ও বোঝার ক্ষমতাও থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
২) মাসিক বেতন – যদি আপনার (AIASL Recruitment 2023) এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে ১৭,৮৫০/- টাকা।
৩) শূন্যপদ – এই পদে ২৭৯ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে (AIASL Recruitment 2023) বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার আগে অবশ্যই ০১.১০.২০২৩ অনুযায়ী বয়সের হিসাব দেখে নিতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায় বয়সে ছাড় এখানে পাওয়া যাবে।
পদের নাম – Junior Officer Technical
১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের Engineering in Mechanical/ Automobile/ Production/ Electrical/ Electrical & Electronics/ Electronics & Communication Engineering বিষয়ে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে। সেইসঙ্গে প্রার্থীদের বৈধ Heavy Motor Vehicle (HMV) Driving Licence থাকতে হবে।
২) মাসিক (AIASL Recruitment 2023) বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে ২৮,২০০/- টাকা।
৩) শূন্যপদ – এই পদে ০৫ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার আগে অবশ্যই ০১.১০.২০২৩ অনুযায়ী বয়সের হিসাব দেখে নিতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায় বয়সে ছাড় এখানে পাওয়া যাবে।
এছাড়া আরো অনেকগুলি শূন্য পদ আছে এবং প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা আলাদা (AIASL Recruitment 2023) বয়সসীমা সমস্ত কিছুই তথ্য উল্লেখ করা আছে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সেটিকে ডাউনলোড করে সমস্ত কিছু দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন ইন্টারভিউ স্থান ইন্টারভিউ দিতে যাবেন।
নিয়োগ পদ্ধতি (AIASL Recruitment 2023)
এখানে নিয়োগ করা হবে তিনটি ধাপের মাধ্যমে Personal/ Virtual Interview, Physical Endurance Test , Driving Test মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ দেওয়া হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.iffco.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
এখানে কি আবেদন মূল্য আছে?
হ্যাঁ এখানে (AIASL Recruitment 2023) অবশ্যই আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। SC/ ST/ Ex-servicemen এসব প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না। এই সংক্রান্ত আরো বিষয়বস্তু জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে থাকুন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক (AIASL Recruitment 2023) প্রার্থীরা এই কাজে আবেদন করার জন্য ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে অফলাইন বা অনলাইন আলাদা ভাবে কিছু আবেদন করতে হবে না। নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশ থেকে আবেদন পত্রটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যাবতীয় তথ্য যা আছে সেগুলো কে পূরণ করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় চলে গেলে সরাসরি ইন্টারভিউ হয়ে যাবে। এই সংক্রান্ত আরো বিষয়বস্তু জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে থাকুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৯-০৯-২০২৩ |
আবেদন শুরু | .. |
ইন্টারভিউ তারিখ | ১৭, ১৮, ১৯ অক্টোবর |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.aiasl.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১২,০০০/-টাকা