AIIMS New Recruitment 2023 – আবারো AIIMS-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে মূলত গ্রুপ বি এবং গ্রুপ সি ধরনের পোস্ট আছে। মাধ্যমিক পাস যোগ্যতা হলেই এখানে আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইন এর মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন ও এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | উত্তরপ্রদেশের AIIMS রায়বেরেলি |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ১৪৯ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ০৬-১০-২০২৩ |
নতুন চাকরির খবর – জেলায় এডুকেশন সুপারভাইজার কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ
পদের নাম ও শূন্যপদ (AIIMS New Recruitment 2023)
১) এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সে পদের নাম হল –
১) Assistant Accounts Officer
২) Assistant Engineer (Civil)
৩) Audiologist
৪) Dental Hygienist
৫) Dietician
৬) Executive Assistant (N.S)
৭) Hindi Officer
৮) Junior Assistant Officer
৯) Junior Engineer (A/C&R)
১০) Junior Engineer (Civil)
১১) Junior Engineer (Electrical)
১২) Junior Hindi Translator
১৩) Pharmacist
১৪) Profusionist
১৫) Optometrist
১৬) Personal Assistant (S)
১৭) Technician (Radiology)
১৮) Technicians (Laboratory)
১৯) Laundry Supervisor
২০) Lower Division Clerk
২১) Medical Record Technicians
২২) Stenographer
২৩) Upper Division Clerk।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ১৪৯ জনকে নিয়োগ করা হবে। ১) Assistant Accounts Officer – ২,২) Assistant Engineer (Civil) – ১ ,৩) Audiologist – ১ ,৪) Dental Hygienist – ২ ,৫) Dietician – ১ ,৬) Executive Assistant (N.S) – ৬ ,৭) Hindi Officer – ১ ,৮) Junior Assistant Officer – ৪ ,৯) Junior Engineer (A/C&R) – ২ ,১০) Junior Engineer (Civil) – ২ ,১১) Junior Engineer (Electrical) – ২ ,১২) Junior Hindi Translator – ২ ,১৩) Pharmacist – ৭ ,১৪) Profusionist – ২ ,১৫) Optometrist – ২ ,১৬) Personal Assistant (S) – ৩ ,১৭) Technician (Radiology) – ৭ ,১৮) Technicians (Laboratory) – ১ ,১৯) Laundry Supervisor – ১ ,২০) Lower Division Clerk – ১ ,২১) Medical Record Technicians – ১ ,২২) Stenographer – ৫ ,২৩) Upper Division Clerk – ১০।
বয়স সীমা ও বেতন (AIIMS New Recruitment 2023)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের এখানে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) এখানে আপনার যদি (AIIMS New Recruitment 2023) আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন লেবেল ৪ থেকে লেবেল ৭ পর্যন্ত বেতন হবে।
শিক্ষাগত যোগ্যতা (AIIMS New Recruitment 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পদ আছে এবং প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষকতা যোগ্যতা লাগছে সেক্ষেত্রে সমস্ত পদের আলাদা আলাদা যোগ্যতা জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইনের মাধ্যমে আবেদন করুন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে CBT Test এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
aiimsrbl.edu.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন মুল্য কি এখানে দিতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (AIIMS New Recruitment 2023) এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে জেনারেল প্রার্থীদের জন্য আলাদা আবেদন মূল্য ধার্য করা আছে ও বাকি প্রার্থীদের জন্য আলাদা আবেদন মূল্য ধার্য করা আছে সেক্ষেত্রে কাদের কত আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেটা জানার জন্য সংস্থা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে (AIIMS New Recruitment 2023) সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ আবেদনমূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪-০৯-২০২৩ |
আবেদন শুরু | ১৭-০৯-২০২৩ |
আবেদন শেষ | ০৬-১০-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | aiimsrbl.edu.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Here |
নতুন চাকরির খবর – শ্রম দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, মোটা বেতনের চাকরি