WBMDFC Job Notice 2023 – রাজ্য সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। জেলায় এডুকেশন সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাই খুব সহজে আবেদন করা যাবে।
আবেদন করার জন্য অফলাইন বা অনলাইনে এখানে দরকার হবে না সরাসরি ইন্টারভিউ স্থানে চলে গেলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | WBMDFC |
পদের নাম | এডুকেশন সুপারভাইজার |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করে দেওয়া আছে। |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
আবেদন শেষ | নিচে উল্লেখ করে দেওয়া আছে। |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন
পদের নাম ও শূন্যপদ (WBMDFC Job Notice 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – এডুকেশন সুপারভাইজার।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ০৬ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে (WBMDFC Job Notice 2023) আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) সংস্থার বিজ্ঞপ্তিতে কোন রকম বেতন সম্বন্ধে উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পথে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ৫০ শতাংশ নাম্বার নিয়ে এছাড়া কম্পিউটারে অন্তত ও লেভেলের দক্ষতা থাকতে (WBMDFC Job Notice 2023) হবে ও তার সাথে আবেদনকারী প্রার্থীকে মাইনরিটি কমিউনিটির সদস্য, যেমন – জৈন, বৌদ্ধ, শিখ, পারসি, মুসলিম হতে হবে। এছাড়া প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.wbmdfc.org পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন (WBMDFC Job Notice 2023) করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
(WBMDFC Job Notice 2023) এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউ লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের ওপরে ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
এখানে প্রার্থীদের আলাদা করে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার (WBMDFC Job Notice 2023) বিজ্ঞপ্তিদের যে আবেদন পত্রটি আছে সেটাকে ডাউনলোড করে A4 পেপারে সর্বপ্রথম প্রিন্ট আউট করতে হবে। এরপর সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে হাতে কলমে সমস্ত কিছু লিখে সঙ্গে যা যা ডকুমেন্ট এসেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে যাচাই করে তবেই নিজের দায়িত্বে ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪-০৯-২০২৩ |
ইন্টারভিউ তারিখ | প্রথম তিনটি জেলার ক্ষেত্রে, ০৪-১০-২০২৩ তারিখের সকাল ১০.৩০ টার সময় প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে। অন্যদিকে ৪,৫,৬ নম্বর জেলার জন্য ০৫-১০-২০২৩ তারিখের, সকাল ১০.৩০ টার সময় প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১১ টায়। |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.wbmdfc.org |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –ভারতীয় নৌসেনাতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৮,০০০ থেকে শুরু