Atal Pension New Yojana 2024 – রাজ্যে নতুন অটল পেনশন যোজনা, প্রতি মাসে ৫০০০ টাকা পেনশন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Atal Pension New Yojana 2024 – প্রতিনিয়ত কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন যোজনা ও প্রকল্পের মাধ্যমে দেশবাসীদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে থাকে। প্রাইসই মহিলা ও পুরুষদের জন্য বিভিন্ন যোজনা চালু হওয়ায় কেন্দ্র সরকারের তরফ থেকে। কিন্তু পূর্ণবয়স্ক জীবন সুরক্ষা রাখার জন্য কেন্দ্র সরকারের তরফের নতুন অটল পেনশন যোজনা সকল দেশবাসীর জন্য। যেসব প্রার্থীরা চাকরি করেন না কিংবা পেনশনহীন চাকরিতে যুক্ত তাদের পূর্ণবয়স্ক জীবন কাটানো খুব দুষ্কর হয়ে পড়ে।নিজের সঞ্চিত টাকা বয়স্ক জীবনে শেষ হয়ে যায় এবং জীবন কষ্টদায়ক হয়ে পড়ে।

রাজ্য নতুন সেবা সখী প্রকল্প, আবেদন করলেই ৭৫০০ টাকা

সেই জন্য কেন্দ্র সরকারের তরফে বয়স্ক জীবন ভালোভাবে কাটানোর জন্য এবং টাকা বিনিয়োগ করলে প্রাপ্তবয়স্ক জীবনে পেনশনের মাধ্যমে সুখের হদিস পাওয়ার জন্য এই স্কিম। দেশবাসীর জন্য এই সুখবর তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে। নিচের প্রতিবেদনটি অধ্যায়ন করে এই স্কিমের সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জেনে নিন ।

Atal Pension New Yojana 2024

অটল পেনশন যোজনা কি ?

অটল পেনশন যোজনা হলো কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত ২০১৫ সালের ১ জুন থেকে চালু হওয়া দেশবাসীর জন্য এক নতুন স্কিম। পূর্ণবয়স্ক জীবন শান্তিতে ও আর্থিক সুখে দেশবাসী কাটাতে পারে তার জন্য এই স্কিম চালু । এই স্কিমের মাধ্যমে ৬০ বছর বয়সী পূর্ণবয়স্ক মানুষ পেনসন পেয়ে থাকবেন।

অটল পেনশন যোজনায় জন্য প্রয়োজনীয় যোগ্যতা

এই যোজনায় যেকোন মহিলা কিংবা পুরুষ সকল দেশবাসী আবেদন করতে পারবেন। পেনশনহীন সরকারই কিংবা বেসরকারি চাকরি অথবা চাকরিহীন দেশ বাসীদের জন্য দুর্দান্ত এই যোজনার সুবিধা। এই যোজনায় আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং একজন ভারতীয় নাগরিক হতে হবে।

অটল পেনশন যোজনা সুবিধা (Atal Pension New Yojana 2024)

১) এই যোজনার সাহায্যে দেশবাসী প্রচুর সুবিধা পেয়ে থাকবে। এই যোজনার মাধ্যমে পূর্ণবয়স্ক ৬০ বছর বয়সে প্রতি মাসে পেনশন হিসাবে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকবেন। এই স্কিমে যুক্ত হওয়ার পর প্রার্থীরা মাসিক কিংবা বার্ষিক টাকা বিনিয়োগ করতে পারবে। এবং এই টাকা বিনিয়োগের ফলে চাকরিহীন প্রার্থীরা ৬০ বছর বয়সে প্রতি মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা বা তারও বেশি টাকা পেয়ে থাকবেন। আবেদনকারীরা বার্ষিক যে পরিমাণ টাকা জমা করবে সেই হিসাবে ৬০ বছর বয়সের পর পেনশন হিসেবে পাবে।

অটল পেনশন যোজনা আবেদন পদ্ধতি

এই অটল পেনশন যোজনা যুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের বাড়ির নিকটবর্তী কোন ব্যাংকের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। আবেদনকারীরা বাড়ির নিকটবর্তী যেকোনো ব্যাংক থেকে এই যোজনার জন্য এপ্লাই পারবে। কিন্তু আবেদনের জন্য অবশ্যই প্রার্থীর সেই ব্যাংকে সেভিং একাউন্ট থাকতে হবে। নিজের সেভিং একাউন্ট থেকে যেকোনো ব্যাংক থেকে প্রার্থীরা ফর্ম ফিলাপের মাধ্যমে এই যোজনায় যুক্ত হতে পারবেন।

এসব সমস্ত তথ্য যাচাই করে প্রার্থীরা এই (Atal Pension New Yojana 2024) যোজনায় যুক্ত হোন এবং পূর্ণবয়স্ক জীবন সুখে কাটান। যদি প্রতিবেদনটি ভালো করে পড়ে থাকেন এবং পুরোপুরি যোজনা সম্পর্কে ধারণা হয়ে যায় তাহলে এখনই নিজের নিকটবর্তী ব্যাংকে গিয়ে এই যোজনে যুক্ত হন। এই যোজনা সংক্রান্ত কোন প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে