BCW Department New Vacancy 2023 – রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আবারও খুশির খবর। আবারও SC/ST/OBC দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে, সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদন যোগ্য।
আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | Backward Classes Welfare & Tribal Development, Howrah |
পদের নাম | Addl. Inspector |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ৩০-১১-২০২৩ |
নতুন চাকরির খবর – গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন করার পদ্ধতি
পদের নাম (BCW Department New Vacancy 2023)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Addl. Inspector।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা (BCW Department New Vacancy 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬৪ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) উল্লিখিত পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১২,০০০/- টাকা করে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করবেন (BCW Department New Vacancy 2023) ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে শুধুমাত্র রাজ্য সরকার চাকরি করা রিটায়েড কর্মীরাই একমাত্র আবেদন করতে পারবে। যারা রিটায়েড হয়ে বসে রয়েছে তারা এখানে আবেদনযোগ্য। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
howrah.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, যদি থাকে,
৪) কাস্ট সার্টিফিকেট/ প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়),
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (BCW Department New Vacancy 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৮-১১-২০২৩ |
আবেদন শুরু | ০৮-১১-২০২৩ |
আবেদন শেষ | ৩০-১১-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | howrah.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | View Now |
নতুন চাকরির খবর – IIT খড়্গপুরে গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন