BDO Office Recruitment 2023 – বিডিও অফিসে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন

BDO Office Recruitment 2023 – পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ব্লকে ব্লকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্রামীণ ব্যবসায়ী উদ্যোগীদের সহায়তায় আনন্দধারা প্রকল্পের আওতায় নিয়োগ করা হবে। এখানে আবেদন করা যাবে সীমিত সময়ের জন্যই রয়েছে যারা যারা ইচ্ছুক অবশ্যই আবেদন করে নেবেন। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাBDO Mayureswar-II Block
পদের নামকমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন
মোট শূন্যপদউল্লেখ নেই
আবেদন মাধ্যমঅফলাইনে 
আবেদন শেষ২১-০৮-২০২৩ – সকাল ১১ টা থেকে বিকাল 4 টে অব্দি(ছুটির দিন বাদে)

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি

পদের নাম ও শূন্যপদ (BDO Office Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন।

২) এখানে কত শূন্য পদে নিয়োগ করা হবে তা উল্লেখ করা নেই তাছাড়া বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন। 

বয়স সীমা ও বেতন 

১) সংস্থার বিজ্ঞপ্তি (BDO Office Recruitment 2023) অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা লাগছে সর্বনিম্ন ২৫ ও সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন করার সময় অবশ্যই ১ জুলাই ২০২৩ অনুযার বয়সের হিসাব করতে হবে।

২) এখানে বেতন ধার্য হবে যে পদ্ধতিতে সেটি হল প্রতিমাসে নির্দিষ্ট কাজের লক্ষ্যমাত্রা পূরণের পরিপ্রেক্ষিতে প্রকল্পের সময়সীমা পর্যন্ত সাম্মানিক প্রদান করা হবে প্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা (BDO Office Recruitment 2023)

যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে উচ্চমাধ্যমিক পাস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া যে কোন বিষয়ে স্নাতক হয়ে থাকলে অগ্রধিকার পাওয়া যাবে। 

নিয়োগ প্রক্রিয়া

এখানে নিয়োগ করা হবে দুটি ধাপে। সমস্ত যোগ্যতা শর্তাবলী পূরণ করার মাধ্যমে (BDO Office Recruitment 2023) উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি হবে এবং শুধুমাত্র তালিকা ভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী তালিকা ২৮ শে আগস্ট বেলা দুটোর (২৮.০৮.২০২৩) সময় ব্লক অফিসের নোটিশ বোর্ডে এবং ব্লকের অন্তগত সমস্ত সংঘ অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন ও সমস্ত কিছু দেখুন তারপরে আবেদন করুন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে (BDO Office Recruitment 2023) প্রকাশ হয়েছে ?

Birbhum.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) কম্পিউটার সার্টিফিকেট লাগবে অন্তত ছয় মাসের,
৬) ও আরো অন্যান্য.

কি ভাবে (BDO Office Recruitment 2023) আবেদন করতে হবে? 

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য আবেদনের যে ফরমটি বেরিয়েছে সেটিকে ডাউনলোড করতে হবে তারপর সেটিকে প্রিন্ট আউট করতে হবে A4 পেপারে এরপর সেখানে হাতে-কলমে সমস্ত কিছু ডিটেলস লিখে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে যেখান থেকেই বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই স্থানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি ফলো করুন। আর এই ধরনের চাকরির আপডেট পেতে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বা WhatsApp গ্রুপে আজই যুক্ত হয়ে যান।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০৮.২০২৩
আবেদন শুরু১০.০৮.২০২৩
আবেদন শেষ২১ আগস্ট, ২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

FAQ: বিডিও অফিসে কর্মী নিয়োগ ২০২৩ (BDO Office Recruitment 2023)

Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
Ans – উচ্চমাধ্যমিক পাশ।

Q – কতজনকে এখানে নিয়োগ করা হবে?
Ans – উল্লেখ নেই।

Q – আবেদন করার জন্য বয়সসীমা কত লাগছে?
Ans – ২৫ থেকে ৩৫।

Q – আবেদন শুরু কবে থেকে?
Ans – ১০.০৮.২০২৩ তারিখ থেকে।

Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans – ২১.০৮.২০২৩ এই তারিখ অব্দি।

নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ