BDO Office Recruitment 2024 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিম বর্ধমানের জেলা কল্যাণ আধিকারিক অফিসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে এইট পাশে BDO অফিসের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এটি একটি চুক্তি ভিত্তিক পদ। যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দাও হতে হবে।
এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Backward Classes Welfare & Tribal Development Paschim Bardhaman |
পদের নাম | Cook |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ৩০-০১-২০২৪ |
নতুন চাকরির খবর –শিক্ষা দপ্তরে ক্লার্ক নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন
পদের নাম (BDO Office Recruitment 2024)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Cook।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন (DM Office Recruitment 2024) করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ১৮ সর্বোচ্চ ৩৮ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার আগে ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী বয়সে হিসাব করে নিতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ো পাওয়া যাচ্ছে।
২) বেতন সম্বন্ধে জানার জন্য সংস্কার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা (BDO Office Recruitment 2024)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস করলেই এই পদে আবেদন করা যাবে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
paschimbardhaman.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি কি আছে?
এখানে লিখিত পরীক্ষা মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন (DM Office Recruitment 2024) করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১০-০১-২০২৪ |
আবেদন শেষ | ৩০-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | paschimbardhaman.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | View Now |
নতুন চাকরির খবর – যুবশ্রী প্রকল্পে আবেদন করুন বাড়িতে বসে,সম্পূর্ণ নতুন পদ্ধতিতে