BPCL Recruitment 2023 – রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারো খুশির খবর। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (BPCL) তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে।
ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইন এর মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এছাড়া আরও অন্যান্য বিষয়বস্তু জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (BPCL) |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ১২৫ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ১৫-০৯-২০২৩ |
নতুন চাকরির খবর – ৭৬২ টি শূন্যপদে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে
পদের নাম ও শূন্যপদ (BPCL Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস / Graduate Apprentices।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ১২৫ জনকে নিয়োগ করা হবে। এছাড়া যে ট্রেডে গুলিতে নিয়োগ করা হবে সেই ট্রেডে গুলি উল্লেখ করা হলো –
১) Electrical- ১১ টি,
২) Chemical- ৪২ টি,
৩) Civil- ৯ টি,
৪) Computer Science – ১০ টি,
৫) Instrumentation- ৯ টি,
৬) Fire & Safety- ১১ টি,
৭) Metallurgy- ৩ টি শূন্যপদ রয়েছে,
৮) Mechanical- ৩০ টি,
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদগুলিতে (BPCL Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এ ছাড়া আবেদন করার সময় প্রার্থীদের অতি অবশ্যই ০১-০৯-১৯৯৬ থেকে ০১-০৯-২০০৫ অনুযায়ী প্রার্থীদের জন্ম হতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় এখানে পাওয়া যাবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে যে বেতনটি হবে প্রতিমাসে ২৫,০০০/-।
শিক্ষাগত যোগ্যতা (BPCL Recruitment 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অতি অবশ্যই এখানে যে পদ গুলি উল্লেখ করা আছে সেই পদগুলিতে সংশ্লিষ্ট বিষয়ের উপরে ৬০ (%) শতাংশ নাম্বার নিয়ে B.Tech পাশ করা থাকলে অতি অবশ্যই এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
portal.mhrdnats.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগ (BPCL Recruitment 2023) করা হবে ইন্টারভিউতে যে প্রাপ্ত নম্বর তার ওপর ভিত্তিতেই সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান কোথায় হবে?
BPCL., Kochi Refinery, Ambalamugal, Kochi।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন (BPCL Recruitment 2023) করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (https://nats.education.gov.in/) গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ আবেদন (BPCL Recruitment 2023) নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩০-০৮-২০২৩ |
আবেদন শুরু | ৩০-০৮-২০২৩ |
আবেদন শেষ | ১৫-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | portal.mhrdnats.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Now |
নতুন চাকরির খবর – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা