BSMC Medical College Job 2023 – রাজ্যের মেডিকেল কলেজে নিয়োগ, মোটা বেতনের চাকরি। 

BSMC Medical College Job 2023 – রাজ্য বাঁকুড়া জেলায় সম্মিলনী মেডিকেল কলেজের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে মোট শূন্য পদ একটি। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন তারপরেই নিজের দায়িত্বে আবেদন করুন। 

নিয়োগ সংস্থাBankura Sammilani Medical College (BSMC)
পদের নামমেডিকেল অফিসার
মোট শূন্যপদ০১ টি
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদন শেষ০৫.০৯.২০২৩

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি

পদের নাম ও শূন্যপদ (BSMC Medical College Job 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ০১ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) সংস্থার বিজ্ঞপ্তি (BSMC Medical College Job 2023) অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা সর্বোচ্চ ৭০ বছর মধ্যে হতে হবে। 

২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৭০,০০০/- হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (BSMC Medical College Job 2023)

যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই সেই প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (MBBS) কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

bsmedicalcollege.org.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য

এখানে আবেদন (BSMC Medical College Job 2023) করতে কোন রকম আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। 

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য (BSMC Medical College Job 2023) যে ফর্মটি আছে সেটাকে a4 পেপারে প্রিন্ট আউট করতে হবে তারপর সেটাকে টাইপিং করে নিতে হবে এবং নির্দিষ্ট ডেট এবং ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন। 

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০৮.২০২৩
আবেদন শুরু২১.০৮.২০২৩
আবেদন শেষ০৫.০৯.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

FAQ: রাজ্যের মেডিকেল কলেজে নিয়োগ (BSMC Medical College Job 2023)

Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
Ans –
MBBS পাস।

Q – কতজনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans –
০১ জনকে নিয়োগ করা হবে।

Q – আবেদন করার জন্য বয়সসীমা কত লাগছে?
Ans –
সর্বোচ্চ ৭০ বছর।

Q – আবেদন শুরু কবে থেকে?
Ans –
২১.০৮.২০২৩ তারিখ থেকে।

Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans –
০৫.০৯.২০২৩ এই তারিখ অব্দি।

নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ