Daily Current Affairs 16 April 2024 – 16 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স / কমন আসবেই 100%

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Daily Current Affairs 16 April 2024- পশ্চিমবঙ্গের তথা সমস্ত জেলার চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে WBTAK – এর তরফ থেকে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হবে। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ। সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ একটাই প্রতিদিনই এই অ্যাফেয়ার্স যদি ফলো করেন অতি অবশ্যই চাকরির ক্ষেত্রে আপনারা খুবই উপকার হবে।

Daily Current Affairs 16 April 202416 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

১) 2024 মার্চ মাসে মোট GST সংগ্রহের পরিমাণ – 1.78 লক্ষ কোটি টাকা।

২) Union Asset Management Company ‘র CEO পদে নিযুক্ত হলেন – মধুনায়ার।

৩) সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেল – উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের গমের ভ্যারাইটি।

৪) Miami Open 2024 -এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন – আমেরিকার টেনিস তারকা Danielle Collins।

৫) মিনিস্ট্রি হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সম্প্রতি – myCGHS iOS অ্যাপ লঞ্চ করল।

Daily Current Affairs 16 April 2024

৬) সম্প্রতি সারাদেশ জুড়ে – One Vehicle, One FASTag পরিষেবা চালু হল।

৭) Miami Open 2024 -এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন – ইতালির Jannik Sinner।

৮) ATP ‘র ইতিহাসে সবচেয়ে প্রবীণ খেলোয়াড় হিসেবে প্রথম স্থান অধিকার করলেন – নোভাক জোকোভিচ।

৯) National Fame আওয়ার্ড 2024 সম্মানে সম্মানিত করা হল – Dr. Karthik Kommuri কে।

১০) রিপাবলিক অফ কঙ্গো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন – Judith Suminwa Tulika।

12 April 2024 Current Affairs – View Now