Digital Arrest News -ডিজিটাল অ্যারেস্ট! নাম শুনেছেন। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত যেভাবে হচ্ছে, তাতে নতুন নতুন ফাঁসানোর ছক তৈরি হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু তাই বলে ডিজিটাল অ্যারেস্ট? হ্যাঁ, ডিজিটাল মাধ্যমের যেভাবে উত্থান ঘটেছে তাতে সবই সম্ভব।
এমনিতে পুলিশ অ্যারেস্ট করার ব্যাপারটা কারো অজানা নয়। কিন্তু ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে না জানলে মুহূর্তেই পকেট হবে ফাঁকা! কারণ ডিজিটাল পুলিশ প্রশাসনের চালু করা কোনো কৌশল নয়, বরং প্রতারকদের ফাঁদ।
অনেক সময় প্রতারকরা কিছু মানুষদের মোবাইল নম্বরে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাচ্ছে যে, তাদের ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। প্রথমে ব্যাপারটা বিশ্বাসযোগ্য না হলেও, আসলে প্রতারণা সোশ্যাল (Digital Arrest News) মিডিয়া থেকে ওই ব্যক্তি সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে।
Digital Arrest News
এরপর হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে নাগরিকদের ডিজিটাল অ্যারেস্ট হওয়ার কথা বলছে। এমন ভাবেই বলছে, যাতে বিশ্বাস করতে সকলেই বাধ্য হয়। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ভিডিও কনফারেন্সে লিংক পাঠানো হয়।
যখনই আপনি প্রতারকদের পাঠানো ওই লিংকে ক্লিক করবেন, তখনই দেখতে পাবেন, প্রান্তে এক পুলিশ থানার মধ্যে বসে আছে। আপনি মনে করবেন, আপনি কোনো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। কিন্তু তা একেবারেই নয়। পুরো ব্যাপারটা এমনভাবে সাজানো হয়, যাতে ফাঁদে পড়া ওই ব্যক্তি সব (Digital Arrest News) আসল বলে ধরে নেন। প্রতারকরা ভয় দেখিয়ে জিজ্ঞাসাবাদ চালায়।
স্কুলে এবার ফ্রি WIFI ইন্টারনেট পরিষেবা! কোন কাজে ব্যবহার হবে এই ইন্টারনেট?
তারা বলে, ভিডিও কনফারেন্স কেটে দিলেই পুলিশ সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। প্রতারকরা যখন বুঝতে পারেন,যে প্রতারিত ব্যক্তি তাদের ফাঁদে পা দিয়েছেন, শুরু হয় টাকা পয়সার ডিল।
এরকম অনেকের সঙ্গেই হয়েছে। তবে খুব সাবধানে! এমন ফাঁদে পড়বেন না। ডিজিটাল অ্যারেস্টের মত যদি কোনো হুমকি আসে তাহলে, মহা ফ্যাসাদে পড়তে হবে। কারণ ভারতবর্ষের আইনে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই। যখনই এমন কোনো ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশকে বিষয়টি জানান। আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ যাতে এই ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে না পড়েন তার জন্য আগাম সতর্ক করুন।
RPF কনস্টেবল হতে চান? RPF এর মাসিক বেতন? সবটাই এই প্রতিবেদনে