How To Become RPF Constable – আরপিএফ কনস্টেবল বা রেল পুলিশ (RPF Constable) কিভাবে হওয়া যায় এই নিয়ে অনেকের মনেই অনেক রকম প্রশ্ন থাকে। কয়েক বছর অন্তর আরপিএফ কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয় কর্মীদের।
সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি আরপিএফ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। RPF এর সম্পূর্ণ বা পুরো নাম- Railway Protection Force। এগুলিতে শূন্য পদ থাকে প্রচুর। তাই আজ এই প্রতিবেদনে জানুন, আরপিএফ কনস্টেবল পদে চাকরি পাওয়ার নিয়ম, বেতন, পরীক্ষা সহ বিভিন্ন বিষয়।
RPF কনস্টেবল বেতন
প্রতি মাসে ২৯ হাজার ৯০২ টাকা থেকে ৩৩ হাজার ২৭০ টাকা পর্যন্ত বেতন পান আরপিএস কনস্টেবল।
তবে চাকরির সময়সীমার সঙ্গে বাড়ে বেতন।
RPF কনস্টেবল চাকরির বয়সসীমা (How To Become RPF Constable)
১৮ থেকে ২৫ বছর বয়সী চাকুরী প্রার্থীরা আরপিএফ কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করতে পারেন। SC, ST, OBC, এক্স সার্ভিস ম্যান সহ সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় আছে।
RPF কনস্টেবল চাকরির যোগ্যতা
আরপিএফ কনস্টেবল পদে চাকরি করতে হলে যে কোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হয়। আবেদনকারী চাকরিপ্রার্থী অবশ্যই ভারতীয় নাগরিক হবেন।
মেডিকেল কোয়ালিফিকেশন হিসেবে চাকরি প্রার্থীর চোখ ৬/৬ হতে হয়। সঠিক রং চেনার ক্ষমতা থাকা জরুরী। কালার ব্লাইন্ডনেস থাকলে হবে না। চশমা ব্যবহারকারীকে রিজেক্ট করা হয়। কানে শোনার ভালো ক্ষমতা থাকতে হয় চাকরি প্রার্থীর। শরীরের ওজন, উচ্চতা এবং বয়সের অনুপাতে হওয়া উচিত।
আরপিএফ কনস্টেবল পদে চাকরি করতে গেলে পুরুষ চাকরি প্রার্থীদের ৫ মিনিট ৪৫ সেকেন্ডে ১৬০০ মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হয়। লং জাম ১৪ ফুট এবং হাই জাম্প ৪ ফুট হতে হয়।
আরপিএফ কনস্টেবল পদে (How To Become RPF Constable) চাকরি করতে গেলে মহিলা চাকরি প্রার্থীদের ৩ মিনিট ৪০ সেকেন্ড সময়ের মধ্যে ৮০০ মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হয়। তাদের লং জাম্প ৯ ফুট এবং হাই জাম্প ৩ ফুট।
RPF কনস্টেবলের প্রয়োজনীয় শারীরিক মাপ
উচ্চতা – পুরুষদের ক্ষেত্রে UR/OBC চাকরি প্রার্থীদের ১৬৫ সেন্টিমিটার, মহিলাদের১৫৭ সেন্টিমিটার। SC/ST পুরুষ চাকরিপ্রার্থীদের ১৬০ সেন্টিমিটার এবং মহিলাদের ১৫২ সেন্টিমিটার। পাহাড়ি এলাকার পুরুষ চাকরিপ্রার্থীদের ১৬৩ সেন্টিমিটার থেকে মহিলাদের ১৫৫ সেন্টিমিটার।
বুকের মাপ – UR/OBC পুরুষ চাকরীপ্রার্থীদের ক্ষেত্রে ৮০ সেন্টিমিটার (৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা) থাকতে হবে।
SC/ST পুরুষদের ক্ষেত্রে ৭২.২ সেন্টিমিটার (৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা) থাকতে হবে। পাহাড়ি এলাকার প্রার্থীদের ৮০ সেন্টিমিটার (৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা)। মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ প্রয়োজন নেই।
আরপিএফ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া (How To Become RPF Constable)
১) RPF কনস্টেবল নিয়োগের ফর্ম অনলাইনে ফিলাপ করে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হয়।
২) আবেদন করার পর সঠিক তারিখে চাকরি প্রার্থীদের কম্পিউটার বেসড পরীক্ষা (CBT) দেওয়ার জন্য ডাকা হয়। এই পরীক্ষায় পাশ করলে পরবর্তী পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় চাকরিপ্রার্থীদের।
৩) কম্পিউটার টেস্টে পাশ করার পর শারীরিক মাপের পরীক্ষা নেওয়া হয়।
৪) শারীরিক দক্ষতার পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীর শারীরিক ফিটনেস পরীক্ষা করে দেখা হয়। এরমধ্যেই তাকে দৌড়, লং জাম্প ফাই জাম্প।
(৫) আগের পরীক্ষায় পাস করে গেলে চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়। এক্ষেত্রে মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্মগত প্রমাণ পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের রেজাল্ট, জাতীগত শংসাপত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট।
(৬) আবেদনকারীর শারীরিক সুস্থতা পরীক্ষা করার জন্য মেডিকেল পরীক্ষা করানো হয়। এই পরীক্ষায় পাশ করলেই হয় নিয়োগ।
(৭) নিউ প্রক্রিয়ার পর ট্রেনিং চলে এবং প্রতি মাসে টাইপিং ভাবে তো হিসেবে ২১ হাজার ৭০০ টাকা করে দেওয়া হয় চাকরিপ্রার্থীদের। ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করতে হয় এবং মাসিক বেতন দেওয়া হয়।
RPF কনস্টেবল চাকরির জন্য আবেদন প্রক্রিয়া
১) RPF অর্থাৎ Railway Protection Force এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইট- rpf.indianrailways.gov.in/RPF theke ফর্ম পূরণ করতে হয়।
২) নাম, মোবাইল নম্বর, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়।
৩) মোবাইলে আসা লগইন ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে।
৪) এরপর দরকারি তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হয়।
৫) একেবারে শেষ পর্যায়ে আবেদন ফি জমা করতে হবে।
৬) আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যগুলি ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে।