How To Become a CID Officer – সিআইডি (CID) হতে চান? কীভাবে হবেন সিআইডি? রইলো বিস্তারিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

How To Become a CID Officer – সিআইডি অফিসার হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু জানেন না এমন উঁচু লেভেলের অফিসার ঠিক কিভাবে হওয়া যায়। কোন কোন যোগ্যতা থাকলে সিআইডি অফিসার হতে পারবেন, সিআইডিদের কাজ কি, সিআইডি অফিসারদের মাসিক বেতন কত কিংবা CID অফিসার হতে গেলে ঠিক কোন কোন পরীক্ষার সম্মুখীন হতে হয়। তার সবটাই আজকেই প্রতিবেদনের মধ্য দিয়ে জানাতে চলেছি। তাই দেরি না করে এই প্রতিবেদন পড়ুন।

CID এর সম্পূর্ণ নাম Crime Investigation Department. সিআইডি অফিসার হওয়ার জন্য বিশেষ যোগ্যতা, শারীরিক মাপ, দক্ষতা প্রয়োজন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা (UPSC) পরীক্ষা দিয়ে CID অফিসার হওয়া যায়। যদিও উচ্চ মাধ্যমিক পাস করলে সিআইডি হওয়া যায়। কিন্তু সিআইডির ভালো পোস্টে চাকরি করতে হলে গ্রাজুয়েট হওয়া প্রয়োজন। পুরুষ মহিলা উভয়েই সিআইডির বিভিন্ন পোস্টে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।

(How To Become a CID Officer)

CID অফিসার হওয়ার জন্য বয়সসীমা

সিআইডি অফিসার হওয়ার জন্য জেনারেল ক্যাটাগরির চাকরি প্রার্থীদের বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। SC এবং ST শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় দেওয়া হয়। সেক্ষেত্রে বয়স ২০ থেকে ৩২ বছর হওয়া প্রয়োজন। তিন বছরের ছাড় পেয়ে থাকেন ওবিসি ক্যান্ডিডেটেরা। ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে তারা সিআইডি পদের জন্য আবেদন করতে পারেন।

শারীরিক দক্ষতা

সিআইডি অফিসার হতে গেলে পুরুষদের উচ্চতা 165 সেন্টিমিটার হওয়ার প্রয়োজন। মহিলাদের ক্ষেত্রে ১৫০ সেন্টিমিটার। চাকরিপ্রার্থীর বুকের মাপ থাকতে হবে ১৭৬ সেন্টিমিটার। যদিও মেয়েদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। সিআইডি অফিসারের জন্য আবেদন করতে গেলে দৃষ্টি শক্তি ৬/৬ হওয়া বাঞ্ছনীয়। কাছের দৃষ্টি শক্তি একটি চোখের ক্ষেত্রে ০.৬ ও অন্য চোখের ক্ষেত্রে ০.৮ হওয়া প্রয়োজন।

ইডি (ED) অফিসার হতে চাইলে কি করবেন? কি যোগ্যতা লাগে? জানুন বিস্তারিত

কতবার পরীক্ষা দিতে পারবেন(How To Become a CID Officer)

জেনারেল বা অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা ৪বার সিআইডি হওয়ার জন্য পরীক্ষা দিতে পারেন। ওবিসি প্রার্থীরা ৭বার এবং এসসি এসটি চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা না হওয়া পর্যন্ত CID হওয়ার পরীক্ষা দেওয়ার যজ্ঞ।

সিআইডি অফিসার নিয়োগ প্রক্রিয়া – UPSC পরীক্ষার মাধ্যমে সিআইডি অফিসার হওয়া যায়। এছাড়াও পুলিশ ফোর্সে চাকরি করার সময় প্রমোশন হলে সিআইডি অফিসার হওয়া যায়।

সিআইডি হওয়ার জন্য নিয়োগ পরীক্ষার ধাপ – এক্ষেত্রে তিনটি পরীক্ষা হয়।

(1) লিখিত পরীক্ষা (Written exam)
(2) শারীরিক পরীক্ষা (Physical test)
(3) ইন্টারভিউ (Interview)

সিআইডি অফিসার পরীক্ষার পদ্ধতি – 3 Tier এর মাধ্যমে সিআইডি অফিসার নিয়োগ প্রক্রিয়া চলে।

(1) Tier 1 Exam – এক্ষেত্রে ২০০ নম্বরের পরীক্ষা হয়। পরীক্ষার সময়সীমা দু’ঘণ্টা। প্রতিটি প্রশ্ন MCQ টাইপের। এক একটি প্রশ্নের উত্তর ভুল হলে ০.২৫ নম্বর কাটা হয়।
(1) Tier 2 Exam – এই পরীক্ষাটি হয় ৪০০ নম্বরের। সময় সীমা থাকে চার ঘন্টা। এক একটি প্রশ্নের ভুল উত্তর দিলে ০.৫০ নম্বর কাটা যায়।
(3) Tier 3 – প্রথম দুটি পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ নেয়া হয় ১০০ নম্বরের। ইন্টারভিউতে পাস করে গেলে সিআইডি পোস্ট এর চাকরিতে নিয়োগ করা হয়।

CBI অফিসার হতে চান? বেতন জানলে অবাক হবেন

সিআইডি অফিসার পরীক্ষার জন্য কি কি পড়তে হবে?

Tier 1 পরীক্ষার সিলেবাস – General awareness, General Intelligence, Quantitative Aptitude, English Comprehension – Tier 2 পরীক্ষার সিলেবাস – Quantitative ability, English language, and Comprehension.

সিআইডি অফিসারের বেতন -প্রতি মাসে একজন সিআইডি অফিসার ৯০ হাজার থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন পান। DA, TA, Housing Allowance বাবদ অতিরিক্ত টাকাও পেয়ে থাকেন। কাজের অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সিআইডি অফিসারের মাসিক বেতন বৃদ্ধি পায়।  

সি আই ডি অফিসারের কাজ

অপরাধমূলক মামলার তদন্ত করা, দেশের বড় বড় (How To Become a CID Officer) অপরাধ খুন, ধর্ষণ, ডাকাতির তদন্ত করেন সিআইডি অফিসাররা। কখনো কখনো সিআইডি অফিসাররা গুপ্ত ভাবেও তদন্ত করে অপরাধীকে ধরার চেষ্টা করেন। সিআইডি অফিসারের বিভিন্ন পদ:- সিআইডি অফিসারের বিভিন্ন পদ থাকে। যেমন ; Sub Inspector (SI), Constable, Superintendent, Inspector of Police (IGP)  , Deputy Inspector General (DIG), Superintendent of Police (SP), Inspector, Additional Director General of Police (ADGP), Deputy Superintendent of Police (DSP)।

১ লক্ষ কর্মস্থান রাজ্যে, কোন কোন ক্ষেত্রে হবে নিয়োগ

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, কেরিয়ার গাইড, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।