How to Become CBI Officer – CBI অফিসার হতে চান? CBI অফিসারের মাসিক বেতন জানলে অবাক হবেন!

How to Become CBI Officer – সিবিআই (CBI) হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু কিভাবে হওয়া যায় সিবিআই অফিসার, তাদের বেতন বা জন্য পরীক্ষা দিতে হয়, তাদের কাজই বা কি? এই নিয়ে সন্দিহান থাকেন সকলেই। সবার প্রথমে জানিয়ে রাখি সিবিআই CBI এর সম্পূর্ণ নাম হলো Central Bureau of Investigation যার বাংলায় তরজমা করলে হয়, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা হলো সিবিআই। সারা দেশ জুড়ে ঘটে চলা বড় বড় অপরাধমূলক ঘটনার তদন্ত করে সিবিআই।

বড়ো বড়ো নেতাদের ভুরি ভুরি দুর্নীতির তদন্তে সিবিআই এর তৎপরতা এতদিন সকলেরই জানা। তবে শুধু দুর্নীতি নয়, বিভিন্ন অপরাধমূলক ঘটনার তদন্ত করে সিবিআই। টিভিতে এমন সব খবর হামেশাই দেখা যায়। বিভিন্ন অপরাধ এবং রাষ্ট্রীয় সুরক্ষা সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে সিবিআইয়ের জুড়ি মেলা ভার। CBI এর মুখ্য কার্যালয় ভারতের নতুন দিল্লিতে অবস্থিত। 

CBI অফিসারের যোগ্যতা (How to Become CBI Officer)

সিবিআই অফিসার হতে গেলে ভারত সরকার দ্বারা স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

সিবিআই অফিসারের বয়স সীমা

জেনারেলদের ক্ষেত্রে 20 থেকে 30 বছর, SC, ST 20 থেকে 35 বছর  (5 বছর ছাড়), OBC 20 থেকে 33 বছর (3 বছর ছাড়)

CBI অফিসারের উচ্চতা

পুরুষ দের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, পাহাড়ি এলাকার এবং সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে উচ্চতায় ৫ সেন্টিমিটার ছাড় রয়েছে।

বুকের মাপ

CBI অফিসার হওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বুকের মাপ 76 সেন্টিমিটার হওয়া বাঞ্ছনীয়। যদিও মহিলাদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

বিশেষ যোগ্যতা (How to Become CBI Officer)

শারীরিক দিক থেকে শক্তিশালী এবং বুদ্ধিমান মানুষ সিবিআই অফিসার হওয়ার যজ্ঞ। উন্নত দৃষ্টিশক্তি, সাহসী ব্যক্তিত্ব, সিবিআই অফিসারদের জন্য খুবই প্রয়োজনীয়।

সিবিআই অফিসার হতে গেলে কোন পরীক্ষা দিতে হয়?

দুইভাবে CBI অফিসার হওয়া যায়। প্রথমত, প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exam), আর দ্বিতীয়ত পুলিশের ডেপুটেশন অর্থাৎ প্রোমোশন।

1) UPSC CSE পরীক্ষা দিয়ে IPS হলেই আপনি গ্রুপ-A সিবিআই অফিসার হতে পারেন। সেক্ষেত্রে আগে সাত বছর চাকরি করতে হয়।

2) UPSC সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে CBI-তে ডেপুটি এসপি পদে চাকরি পেতে পারেন আপনি। তবে, ভ্যাকান্সি থাকলেই ওই পদে নিযুক্ত হবেন আপনি।

Staff Selection Commission- Combined Graduate level (SSC CGL) পরীক্ষা দিয়ে সিবিআইতে ইন্সপেক্টর পদে চাকরি করা যায়। জানুন পরীক্ষার ধরন….

(1) Tier 1 পরীক্ষা- 200 নম্বরের MCQ টাইপের পরীক্ষা।

সময় 2 ঘন্টা। কম্পিউটার বেসড পরীক্ষা (CBT) হয়।

(2) Tier 2 পরীক্ষা- এক্ষেত্রে দুটো পেপারের পরীক্ষা দিতে হবে। (200+200 মোট 400 নম্বর) পরীক্ষার জন্য 2 ঘন্টা+2 ঘন্টা সময়সীমা ধার্য করা হয়। এটাই কম্পিউটার বেসড MCQ পরীক্ষা।

(3) Tier 3 পরীক্ষা- 100 নম্বরের Descriptive Exam।

(4) Tier 2 পরীক্ষা– কম্পিউটার স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। নির্বাচিত প্রার্থীকে ৯ মাসের ট্রেনিং দেওয়া হয়। তারপর চাকরিতে নিয়োগ করা হয়।

CBI এর কাজ (How to Become CBI Officer)

সিবিআই (CBI) এর প্রধান কাজ হলো, ভারত সরকারের হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তদন্ত করা। শুধু আর্থিক মামলা নয়, ১৯৬৫ সাল থেকে আন্তর্জাতিক বিভিন্ন অপরাধের তদন্ত করে সিবিআই। ফরেন কারেন্সি বা বিদেশি মুদ্রা, এক্সপোর্ট-ইমপোর্ট, তদন্ত করে সিবিআই। সিবিআই তদন্তের স্বার্থে জড়িত মামলার রয়েছে বিশেষ আদালত। অ্যান্টি করাপশন ডিভিশন।

CBI অফিসারদের বেতন

প্রতি মাসে 54,680/- থেকে 62,664/- টাকা বেতন পান একজন সিবিআই অফিসার। পাশাপাশি DA, TA, চিকিৎসা, পেনশন সবই পান।

ইডি (ED) অফিসার হতে চাইলে কি করবেন? কি যোগ্যতা লাগে? জানুন বিস্তারিত