DVC JOB Notification 2023 – রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে সব মিলিয়ে মোট ১৭ টি শুন্য পদে নিয়োগ করা হবে। কি ভাবে আবেদন করতে হবে? আবেদন প্রক্রিয়া কি আছে সমস্ত কিছু জানার জন্য প্রথম থেকে শেষ অবধি পোস্টটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Damodar Valley Corporation (DVC) |
পদের নাম | Management Trainees (Technical) |
মোট শূন্যপদ | ১৭ টি |
নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ
যে সমস্ত পদে (DVC JOB Notification 2023) এখানে নিযুক্ত করা হবে
১) Mechanical
২) Electrical
৩) C&I
বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা
১) এই উল্লেখিত পদ (DVC JOB Notification 2023) গুলিতে প্রার্থীদের আবেদন করার জন্য বয়স সীমা লাগবে সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
২) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BE/B.Tech কমপ্লিট করা থাকলেই এই পদে আবেদন করা যাবে।
বেতন (DVC JOB Notification 2023)
উল্লেখিত পদগুলিতে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন হবে ৫০ হাজার টাকা থেকে এক লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত।
আবেদন মূল্য
আপনারা যদি এই পদে (DVC JOB Notification 2023) আবেদন করতে চান অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। SC/ ST/ PWD প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না তবে OBC/ GEN/ EWS প্রার্থীদের এখানে আবেদন মূল্য ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। অবশ্যই আবেদনমূল্য দেওয়ার আগে ও আবেদন করার আগে নিয়োগের যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটিকে যাচাই করে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (DVC JOB Notification 2023)
এখানে নিয়োগ হবে দুটি ধাপে। সর্বপ্রথম ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নির্বাচন করা হবে প্রার্থী।
আবেদন করতে কি কি (DVC JOB Notification 2023) ডকুমেন্টস লাগবে?
১) বয়সে প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/,
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট,
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) ও আরো অন্যান্য,
কিভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে (DVC JOB Notification 2023) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে লগইন করতে হবে।
৪) লগইন করার পরে যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিকে দিয়ে চয়েস করতে হবে।
৫) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৬) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৭) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আরো বিশদভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
আবেদন শুরু | ২৬.০৭.২০২৩ |
আবেদন শেষ | ১৭.০৮.২০২৩ |
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://www.dvc.gov.in/storage/app/hr/NOTICE%20FOR%20RECRUITMENT%20OF%20MANAGEMENT%20TRAINEES(TECHNICAL)%20THROUGH%20GATE-2022%20FOR%20BOKARO%20POWER%20SUPPLY%20COMPANY%20(P)%20LIMITED.pdf
নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা