Eastern Railway Recruitment 2023 – পূর্ব রেলওয়ে লোকো পাইলট নিয়োগ, মোট শূন্যপদ ৬৮৯ টি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Eastern Railway Recruitment 2023 – রাজ্য সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর। পূর্ব রেলের তরফ থেকে ৬৮৯ শূন্যপদ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের যে কোন নাগরিক এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সকল চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। এটি কিন্তু একটি মোটা বেতনের চাকরি। সে ক্ষেত্রে আর দেরি না করে প্রথম থেকে শেষ অবধি পোস্টটি পড়ুন ও কি ভাবে আবেদন করতে হবে দেখে নিজে দায়িত্ব আবেদন করুন।

নিয়োগ সংস্থাRailway Recruitment Cell – Eastern Railway
পদের নামALP, Technicians, JEs and Train Manager
মোট শূন্যপদ৬৮৯ টি

নতুন চাকরির খবর – রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! নতুন সুযোগ নিয়ে এলো সরকার

যে সমস্ত পদে (Eastern Railway Recruitment 2023) নিয়োগ করা হবে

১) ALP – ৩৯০টি শূন্যপদ
২) Technicians – ৯৯টি শূন্যপদ
৩) JEs – ১১৭টি শূন্যপদ
৪) Train Manager – ৮৩টি শূন্যপদ

বয়সসীমা ও বেতন

১) এই উল্লেখিত পদে (Eastern Railway Recruitment 2023) আবেদন করার জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া OBC প্রার্থীদের জন্য ৪৫ বছর এবং SC/ST প্রার্থীদের জন্য ৪৭ বছর। বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের বেতন প্রতিমাসে কেন্দ্র সরকারের পে কমিশন অনুযায়ী পে ম্যাট্রিক্স লেভেল ২ এবং লেভেল ৬ অনুযায়ী আপনাদের বেতন ধার্য করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Eastern Railway Recruitment 2023)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে মাধ্যমিক পাশ ও আইটিআই পাস সঙ্গে আরো উচ্চতর যোগ্যতা থাকলেও এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।

আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া

১) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী (Eastern Railway Recruitment 2023) আবেদন মূল্য এখানে উল্লেখ করার নেই।

২) এখানে নিয়োগ প্রক্রিয়া হবে চারটি ধাপে ১) কম্পিউটার বেস্ড টেস্ট (CBT) ২) ডকুমেন্ট ভেরিফিকেশন ৩) মেডিকেল এক্সামিনেশন ৪) ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

কিভাবে (Eastern Railway Recruitment 2023) আবেদন করতে হবে? 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সেক্ষেত্রে আবেদন করার জন্য সর্বপ্রথম ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
৩) এরপরে নিজের নাম ফোন নাম্বার ও ইমেইল আইডি দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৪)  তারপরে আবেদন করার জন্য যে  পদগুলি আছে সেই পদে আপনাদের নিজেদের পছন্দমত চয়েস করে নির্ভুলভাবে আবেদন করতে হবে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে।
৫) এরপর সমস্ত কিছু দেখে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রথমে থেকে শেষ অবধি পড়ুন তারপরই নিজের দায়িত্বে আবেদন করুন।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://139.99.53.236:8443/rrcer/GDCE%20FOR%20VARIOUS%20POST%20VIDE%20NOTIFICATION%20NO.%20RRC_ER_GDCE_01_2023%20.pdf

নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা