Eklavya School Recruitment 2023 – ৬৩২৯ টি শূন্যপদে স্কুলে চাকরির সুযোগ, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

Eklavya School Recruitment 2023 – বেকারদের জন্য এবার খুশির খবর। কেন্দ্র সরকারের অধীনে একলব্য মডেল রেসিডেন্টাল স্কুল ৬৩২৯ টি শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন মুল্য কি আছে? আবেদনের শেষ তারিখ কি? সমস্ত জানার জন্য প্রথম থেকে শেষ অব্দি পোস্টটি পড়তে থাকুন।

নিয়োগ সংস্থাEklavya Model Residential School
পদের নামTGT ও আরো অন্যান্য
মোট শূন্যপদ৬৩২৯ টি

নতুন চাকরির খবর – রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! নতুন সুযোগ নিয়ে এলো সরকার

যে সমস্ত পদে (Eklavya School Recruitment 2023) এখানে নিযুক্ত করা হবে

১) TGT – ৫৬৬০
২) Hostel Warden (Female) – ৩৩৪
৩) Hostel Warden (Male) – ৩৩৫ 

বয়সসীমা 

উভয় পদে (Eklavya School Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। আরো বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

শিক্ষাগত যোগ্যতা (Eklavya School Recruitment 2023)

যেহেতু এখানে অনেকগুলি পদ আছে এবং অনেকগুলি পদে আলাদা আলাদা শিক্ষকতা যোগ্যতা লাগছে নিচে তা বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো।

১) Hostel Warden – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের এই NCTE / NCERT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রী করা থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রী করা থাকলে তাহলেও তারা আবেদন করতে পারবে।
২) TGT (Music) – ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিউজিকের বিষয়ের উপরে অবশ্যই ব্যাচেলর ডিগ্রী করা থাকলে তারা আবেদন করতে পারবেন।
৩) TGT (Art) – এই পদে (Eklavya School Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের ফাইন আর্টস বা ক্রাফট বিষয়ে ডিগ্রি করে থাকতে হবে। এছাড়া বিএড ডিগ্রী করা থাকলেও আবেদন করা যাবে।
৪) TGT (Physical Education Teacher) – এখানে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল এডুকেশন বিষয় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলে এখানে আবেদন করা যাবে।
৫) TGT (Librarian) – ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করার জন্য লাইব্রেরী সায়েন্স বিষয়ের ওপরে ডিগ্রী পড়া থাকলে অথবা লাইব্রেরী সায়েন্স বিষয়ের উপরে গ্রাজুয়েশনের এক বছরের ডিপ্লোমা কোর্স থাকলেও এই পদে আবেদন করা যেতে পারে।
৬) TGT (English/ Hindi/ Third Language/ Mathematics/ Science/ Social Science) – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের (Eklavya School Recruitment 2023) এই NCTE / NCERT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রী করা থাকতে হবে অথবা অথবা সংশ্লিষ্ট বিষয়ের উপরে ব্যাচেলার ডিগ্রী কমপ্লিট করা থাকলে অবশ্যই আবেদন করা যাবে তবে আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে তবে নিজের দায়িত্ব আবেদন করবেন।

বেতন (Eklavya School Recruitment 2023)

১) TGT – যদি এই পদে আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৪৪,৯০০ – ১,৪২,৪০০/- টাকা হবে।
২) অন্যান্য TGT পদগুলি –  এই পদে আবেদন করলে ও চাকরি পেলে আপনাদের বেতন প্রতি মাসে ৩৫,৪০০ – ১,১২,৪০০/- টাকা হবে।
৩) Hostel Warden (Male) – ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করলে ও চাকরি পেলে তাদের বেতন প্রতি মাসে ২৯,২০০ – ৯২,৩০০/- টাকা হবে। 

আবেদন মূল্য ও (Eklavya School Recruitment 2023) নিয়োগ প্রক্রিয়া

১) আপনারা যদি এই পদগুলিতে আবেদন করতে চান অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। TGT – এই পদে আবেদন করার জন্য ১৫০০/- টাকা আবেদন ফ্রি ধার্য করা হয়েছে ও Hostel Warden পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১০০০/- টাকা আবেদন মূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য অনেকটাই বেশি অবশ্যই আবেদন করার আগে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে যাচাই করে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।

আবেদন করতে কি কি (Eklavya School Recruitment 2023) ডকুমেন্টস লাগবে?

১) পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/ ডাইভিং লাইসেন্স ইত্যাদি
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট,
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) ও আরো অন্যান্য,

কিভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে (Eklavya School Recruitment 2023) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে লগইন করতে হবে।
৪) লগইন করার পরে যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিকে দিয়ে চয়েস করতে হবে।
৫) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৬) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৭) সর্বশেষ আবেদন মূল্য দিয়ে ও যাচাই করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আরো বিশদভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://emrs.tribal.gov.in/showfile.php?lang=1&level=1&ls_id=208&lid=141

নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা