Forest Department Recruitment 2023 – বন দপ্তরে নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Forest Department Recruitment 2023 – Indian Council of Forestry Research and Education (ICFRE) তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে কর্মী নিয়োগ করা হবে।

রাজ্যের যে কোন জেলা থেকে এখানে চাকরি প্রার্থীরা খুব সহজেই অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এছাড়া আরও অন্যান্য বিষয়বস্তু জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থাIndian Council of Forestry Research and Education (ICFRE)
পদের নামLower Division Clerk (LDC)
মোট শূন্যপদ০৭ টি
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদন শেষ২৯-০৯-২০২৩

নতুন চাকরির খবর – টাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক ও অন্যান্য পদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

পদের নাম ও শূন্যপদ

১) এখানে যে (Forest Department Recruitment 2023) পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল- Lower Division Clerk

২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ০৭ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন (Forest Department Recruitment 2023)

১) উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করতে চান অতি অবশ্যই এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড়ও পাওয়া যাবে। আরো বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে যে বেতনটি হবে প্রতিমাসে Level-2 Of 7th CPC Pay Matrix অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত আপনাদের বেতন হতে পারে। 

শিক্ষাগত যোগ্যতা 

যে সকল ইচ্ছুক (Forest Department Recruitment 2023) প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অতি অবশ্যই এখানে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে সঙ্গে টাইপিং স্পিড লাগবে 30 WPM ইংলিশে ও 25 WPM লাগবে হিন্দিতে যা ম্যানুয়াল টাইপ রাইটার অথবা কম্পিউটারে যদি 35 WPM ইংলিশে ও 30 WPM হিন্দিতে টাইপিং স্পিড থাকলে অতি অবশ্যই এখানে করা যাবে আবেদন। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

Icfre.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (Forest Department Recruitment 2023)

এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ঠিক যেমন উচ্চমাধ্যমিকে যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনের প্রশ্নের উপর ভিত্তি করেই এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সংস্থার (Forest Department Recruitment 2023) অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, তার সিলেবাস দেওয়া রয়েছে অবশ্যই ডাউনলোড করে দেখে নিতে পারেন। 

আবেদন মূল্য কি আছে?

এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন মূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন (Forest Department Recruitment 2023) মূল্য কি আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে, দেখে, যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড
২) রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়া আরো অন্যান্য,

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের (Forest Department Recruitment 2023) মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে আবেদন মূল্য দিয়ে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন। 

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৯-০৮-২০২৩
আবেদন শুরু২৯-০৮-২০২৩
আবেদন শেষ২৯-০৯-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটrfri.icfre.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা