Google Chrome News 2023 – গুগল ক্রম ব্যবহারকারীদের কেন্দ্র সরকারের সতর্কবার্তা, এটি না করলে উধাও হবে আপনার টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Google Chrome News 2023 – যুগ যুগ ধরে মানুষের চাহিদা ইন্টারনেটের উপরে বেড়েই চলছে। আর সেই ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করে থাকি ওয়েব ব্রাউজার। ঠিক তার মধ্যে গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। সবার মোবাইল,কম্পিউটার ,ল্যাপটপ সমস্ত জায়গাতে এই গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার ইনস্টল করা থাকে।

সম্প্রতি একটি খবর থেকে জানা গেছে যারা মোবাইল বা ল্যাপটপে ব্যবহার করে থাকেন এই গুগল ক্রোম তাদের জন্য সত্যিই বড় বিপদজনক অবস্থা তৈরি হয়েছে। এই গুগল ক্রোম এর ত্রুটি দ্বারা হ্যাকাররা খুব সহজেই আপনার মোবাইল বা ল্যাপটপের এন্টিভাইরাস বাইপাস করে তার নিজস্ব কোড ইন্সটল করে আপনার সমস্ত টাকা ও তথ্য হাতিয়ে নিতে পারে।

দৈনন্দিন জীবনে আমরা রেগুলারই (Google Chrome News) এই ধরনের ব্রাউজার ব্যবহার করি নিজেদের কাজের সুবিধার্থে জন্য কিন্তু কখন যে এই ব্রাউজার গুলির ত্রুটি বার করে হ্যাকাররা তাদের নিজেদের ইচ্ছেমতো কোড ইন্সটল করে ব্যক্তিগত সমস্ত তথ্য আমাদের কাছ থেকে চুরি করে নিতে পারে তা আমাদের কল্পনার বাইরে। যদিও এই ধরনের সমস্যায় যাতে আমরা না পড়ি তার জন্য বাজারে অনেক ধরনের অ্যান্টিভাইরাস বর্তমানে অবস্থিত যেগুলি আমরা আমাদের মোবাইলে বা ল্যাপটপে ইন্সটল করে থাকি এই ধরনের প্রতারকের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু তার ফলেও তারা এই অ্যান্টিভাইরাস গুলি বাইপাস করে আমাদের ডিভাইসগুলি হ্যাক করে নিচ্ছে। 

তাহলে এগুলো থেকে বাঁচার (Google Chrome News) উপায় কি আছে?

এগুলো থেকে বাঁচার উপায় খুব সহজ যেটা আমরা কখনো করি আবার কখনো করি না। তবে এই প্রতিবেদনটি আপনারা পড়ার পরে অবশ্যই এবার থেকে এই কাজটি করবেন সেটি হল টাইম টু টাইম আপডেট নেওয়া। আর যদি (Google Chrome News) আপনাদের এই ব্রাউজার গুলি টাইম টু টাইম আপডেট না করেন তাহলে নিজেদের বিপদ নিজেই ডেকে আনবেন।

প্রতিনিয়ত এই প্রতিরক গুলি গুগল ক্রোমের গলদের সুযোগ নিয়ে আর্থিক জালিয়াতির ছক কষেছে। আপনাদের যদি (Google Chrome News ফোন বা ল্যাপটপে ক্রোম ব্রাউজার থাকে এবং সেটি যদি অনেক পুরনো ভার্সন হয়ে থাকে তবে আজই আপনারা এটি আপডেট করে নিন। কারণ হ্যাকাররা অনেক দূরবর্তী স্থান থেকে আপনাদের ডিভাইস খুব সহজেই আক্রমণ করতে পারে বা তাদের হাতে পুরোপুরি কন্ট্রোল চলে যেতে পারে। যা নিয়ে (Google Chrome News) এ বিষয়ে সতর্কতা জারি করেছে ভারত সরকার। CERT-IN গুগল ক্রোমের পুরনো ভার্সনগুলির ব্যবহার বিপজ্জনক বলে দাবি করেছে।

আপনি যদি একজন Google Chrome ব্রাউজার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই আপডেট করে নিতে হবে কারণ আপনি যদি হ্যাকিং বা ফিশিং এর মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে নিজেকে বাঁচাতে চান। এছাড়া (Google Chrome News) Windows 116.0.5845.96/.97 এর আগের Google Chrome সংস্করণ এবং 116.0.585.96 এর আগের Mac এবং Linux সংস্করণগুলি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তবে অ্যান্ড্রয়েডের কোন কোন ভার্সনে গুগল ক্রোমের এই গলদ ধরা পড়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

কী ভাবে ব্রাউজার আপডেট করবেন?

সর্বপ্রথম আপনার মোবাইলে বা ডিভাইসে গুগল ক্রোম ওপেন করুন। এরপর ডান দিকের উপরে তিনটে ডট দেখতে পারবেন সেখানে ক্লিক করুন। তারপর একটু (Google Chrome News নিচে চলে যান সেখানে কোনে তিনটে ডট অপশন দেখতে পাবেন ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন অটোমেটিক আপডেট হয়ে যাবে তারপর ডাউনলোড শুরু হবে সর্বশেষ আপনার ডাউনলোড হয়ে গেলে ইন্সটল অপশনে ক্লিক করে ইন্সটল সম্পূর্ণ করুন। তাছাড়া আপনি প্লে স্টোরে গিয়েও সরাসরি এই অ্যাপটি কে সার্চ করে আপডেট করে নিতে পারেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটিকে ফলো করতে ভুলবেন না।

কম বাজেটে দুর্দান্ত ফোন কিনতে চাইছেন? রইল কম দামে সেরা কিছু ফোনের সন্ধান