Gram Panchayat Recruitment Update 2024 – রাজ্যের গ্রাম পঞ্চায়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের চাকরি প্রার্থীর জন্য চিন্তার কারণ দূর করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ। লোকসভা ভোটের আগে এই বিজ্ঞপ্তিতে দেওয়া শূন্যপদের সকল প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে নিয়োগ করা হবে। শুধুমাত্র কম্পিউটার জানলেই মিলবে এই পদে চাকরি । আবেদনের আগে আবেদন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন।
নতুন চাকরির খবর – আবারো বনদপ্তরে কর্মী নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন
পদের নাম – গ্রাম পঞ্চায়েতে -Executive Assistant, Gram Panchayat Karmee, Nirman Sahayak, Sahayak, Secretary।
পঞ্চায়েত সমিতিতে – Accounts Clerk, Block Informatics Officer, Clerk-cum-Typist, Data Entry Operator, Panchayat Samiti Peon।
জেলা পরিষদে – Group – D, Lower Division Assistant এই পদগুলিতে নিয়োগ করা হবে।
নিয়োগ সংস্থা
রাজ্যের গ্রাম পঞ্চায়েতে।
আবেদনের শেষ তারিখ
এই পদগুলিতে আবেদনের জন্য শেষ তারিখ জানতে অফিসিয়াল নোটিশ ফলো করো।
বয়সসীমা (Gram Panchayat Recruitment Update 2024)
নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত এই পদগুলোতে আবেদন প্রার্থীরা আবেদন জানাতে পারবে । আবেদনের জন্য অবশ্যই প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই বাংলা সহায়তা কেন্দ্রের বিভিন্ন পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক /উচ্চমাধ্যমিক/ স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট সহ অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ ও বেতন
এই বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পদে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন পদে প্রার্থীদের জেলাভিত্তিক শূন্যপদ আলাদা। রাজ্যের জেলা ভিত্তিক শূন্য পদ হলো –
১) আলিপুরদুয়ার জেলায় – ১২১টি শূন্যপদ।
২) বাকুড়া জেলায় – ৬০৭ টি শূন্যপদ
৩) বীরভূম জেলায় – ১৪৩ টি শূন্যপদ
৪) কোচবিহার জেলায় -১৯৪ টি শূন্যপদ
৫) দক্ষিণ দিনাজপুর জেলায় ১৮২টি শূন্যপদ
৬) দার্জিলিং জেলায় ৩৬৬ টি শূন্যপদ
৭) হুগলি জেলায় ৬০১ টি শূন্যপদ
৮) হাওড়া জেলায় ৪৩৭ টি শূন্যপদ
৯) জলপাইগুড়ি জেলায় ১৪৬ টি শূন্যপদ
১০) ঝাড়গ্রাম জেলায় ২২২ টি শূন্যপদ
১১) কালিম্পঙ – ১৬৯ টি শূন্যপদ
১২) মালদা জেলায় – ১৩৬ টি শূন্যপদ
১৩) মুর্শিদাবাদ জেলায় – ১৭৩ টি শূন্যপদ
(Gram Panchayat Recruitment Update 2024)
১৪) নদীয়া জেলায় – ১৪১ টি শূন্যপদ
১৫) উত্তর ২৪ পরগনা জেলায় – ৫৬৬ টি শূন্যপদ
১৬) পশ্চিম বর্ধমান জেলায় ১১৭ টি শূন্যপদ
১৭) পশ্চিম মেদিনীপুর জেলায় – ৫৬০ টি শূন্যপদ
১৮) পূর্ব বর্ধমান জেলায় – ২৯৯ টি শূন্যপদ
১৯) পুরুলিয়া জেলায় – ৩৯৮ টি শূন্যপদ
২০) দক্ষিণ ২৪ পরগনা জেলায় – ৫১৬
২১) উত্তর দিনাজপুর – ৯৬ টি শূন্যপদ
২২) পূর্ব মেদিনীপুর – ৩২১ টি শূন্যপদ
Gram Panchayat Recruitment Update 2024
আরো বিস্তারিত শূন্যপদ ও বেতন সংক্রান্ত জানতে নোটিফিকেশনটি ডাউনলোড করুন। তবে সম্ভবত ২০২৪ এর মার্চ মাসেই তা অফিসিয়াল সাইটে প্রকাশিত হতে চলেছে। তাই ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই অফিসিয়াল পোর্টালের বিজ্ঞপ্তির উপরে বিশেষ খেয়াল রাখবেন। আমরা এই খবরের তথ্য বাংলা একটি অতি জনপ্রিয় নিউজ পোর্টাল থেকে পাওয়া খবরের ওপর ভিত্তি করেই আপনাদের সামনে তুলে ধরেছি যার লিঙ্ক নিচে উল্লেখ করা হয়েছে।
Link-CLick Here |
রাজ্যের ITI এর ফর্ম ফিলাপ ২০২৪, কিভাবে আবেদন জানাবেন দেখেনিন
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।