WB ITI From Fillup Details 2024 – রাজ্যের ITI এর ফর্ম ফিলাপ ২০২৪, কিভাবে আবেদন জানাবেন দেখেনিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ITI From Fillup Details 2024 -রাজ্যের ITI কলেজ গুলিতে বিভিন্ন কোর্সে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। যেসব ছাত্র-ছাত্রীরা সরকারি ITI কলেজে ভর্তি হতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদন। কিছু ছাত্র ছাত্রী ছোটবেলা থেকে স্বপ্ন থাকে রেলের চাকরি করার তাদের ITI এর যে কোনো একটি কোর্স অর্জন থাকা বাধ্যতামূলক।

WB ITI From Fillup Details 2024

যে সব প্রার্থীরা নিম্নবিত্ত পরিবার থেকে রেলের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য ITI সরকারি কলেজে ভর্তির জন্য আবেদন জানাতে পারবে। এই কোর্সগুলিতে আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন ? শিক্ষাগত যোগ্যতায় কত নাম্বার থাকলে সরকারি কলেজে ভর্তি হওয়া যায় ? সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় ? এই কোর্সগুলোতে কিসের ভিত্তিতে নিযুক্ত করা হয় ? এসব বিস্তারিত তথ্যের আলোচনা নিয়ে আজকের এই প্রতিবেদনে।

এই আইটিআই কলেজে M ও E এই দুটি ট্রেডের বিভিন্ন বিভাগে কোর্স কমপ্লিট করার জন্য আবেদনকারীরা আবেদন করতে পারবেন।

M গ্রুপ টেডের পদগুলি (WB ITI From Fillup Details 2024)

শিক্ষাগত যোগ্যতা – এই M গ্রুপের ট্রেডে আবেদন ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের স্বীকৃতি কোনো বিদ্যালয় থেকে ৩৫ % নাম্বার পেয়ে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে।

ITI এর মাধ্যে M গ্রুপের যে পদ গুলি থাকে

Electrician, Fitter, Turner, Machinist, Mechanic Motor Vehicle, Mechanic Diesel Engine, Mechanic Refrigeration and Air Conditioning, Welder (Gas and Electric), Carpenter, Plumber, Draughtsman (Civil), Mechanic Consumer Electronics Appliances, Mechanic Auto Electrical and Electronics, Mechanic Tractor, Mechanic Agricultural Machinery, Painter General, Sheet Metal Worker, Mechanic Machine Tool Maintenance, Mechanic Mining Machinery, Mechanic Medical Electronics, Draughtsman (Mechanical), Electronics Mechanic ,Instrument Mechanic, Mechanic Radio and TV, Mechanic Computer Hardware এই পদ গুলিতে ছাত্র ছাত্রীরা আবেদন জানাতে পারবে।

নতুন চাকরির খবর – রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ, বেতন শুরু ১৭ হাজার থেকে

E গ্রুপ টেডের যে পদ গুলি থাকে

শিক্ষাগত যোগ্যতা – E গ্রুপের কোর্সগুলোতে আবেদনের জন্য আবেদনকারীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতা থাকতে হবে।

পদের নাম – ITI এর মাধ্যে E গ্রুপের Cutting Sewing, Plumber, Welder Pipe, Sheet Metal Worker, Dressmakin, Wireman, Welder, Mason এই পদগুলিতে আবেদন কারীরা আবেদন জানাতে পারবে।

নিয়োগ প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়ার সম্পন্ন হওয়ার কিছুদিনের মধ্যে (WB ITI From Fillup Details 2024) শিক্ষাগত যোগ্যতার নাম্বারে ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই আইটিআই কলেজে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের কোনরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের আইটিআই এর বিভিন্ন ভাগ অনুযায়ী অষ্টম অথবা মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী কলেজে পড়ার সুযোগ পায়। কলেজে চান্স পাওয়ার পর আবেদনকারী ছাত্র-ছাত্রীদের সমস্ত ডকুমেন্টস সহ আবেদনমূল্য জমা দিয়ে আসতে হবে।

আবেদন পদ্ধতি

উপরের কোর্সগুলিতে আইটিআই কলেজে আবেদনের জন্য আবেদনকারীদের নিচের পদ্ধতিগুলি সঠিকভাবে অবলম্বন করতে হবে।

১) আবেদনের জন্য প্রথমে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের scvtwb.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

২) আবেদনকারীদের প্রথমে নিচের ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩) তারপর পুনরায় মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং আবেদনপত্রটি নিজের যাবতীয় সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

৪) সর্বশেষে আবেদনমূল্যের নিয়ম অনুসারে আবেদনমূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

🌐 অফিশিয়াল ওয়েবসাইটClick Here
More DetailsClick Now

নতুন চাকরির খবর –গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ,বেতন প্রতিমাসে ১৬,০০০/- টাকা