IAS Neha Banerjee – নেহা ব্যানার্জির স্বপ্ন পূরণ, এক চান্সেই হলো জয়! হাল না ছাড়ার অবিশ্বাস্য কাহিনী।

IAS Neha Banerjee -সকলের স্বপ্ন থাকে কোন সরকারের সংস্থার কাজ করার। প্রতিনিয়ত দিনে এমন কিছু ঘটনা শুনে থাকি যা কাল্পনিক মনে হলেও বাস্তব। সেরকমই একটি কাল্পনিক ঘটনাকে বাস্তব প্রকাশ করে দেখালেন নেহা ব্যানার্জি।

কথায় বলে চেষ্টায় কি না হয় তার বাস্তব প্রকাশ দেখালেন এই বর্তমান IAS অফিসার। সত্যিকারে তার IAS অফিসার সবার বাস্তব কাহিনী শুনলে সকলের চোখ মাথায় উঠে যাবে। ভাবছেন কি এমন কাহিনী যা আশ্চর্যজনক হ্যাঁ সেরকমই একটি অবাস্তবকে বাস্তব করে তুলেছেন এই বাংলার মেয়ে নেহা।

বাংলার বুকে থেকে বাংলা মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন দেশের মাটিতেই দেশবাসীর জন্য কোন কিছু করে দেখাবেন। এই ভেবে তিনি (IAS Neha Banerjee) কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান সবচেয়ে কঠিনতম পরীক্ষা UPSC দেওয়ার জন্য। ‌

ঠিক তারই প্রতিজ্ঞার ফল প্রকাশ একবার পরীক্ষাতেই IAS অফিসার হলেন এই বাংলার মেয়ে নেহা। সকলেই তো মুভি বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে বিভিন্ন অবাস্তব কাহিনী শুনে আসছেন। কিন্তু কখনো কি ভেবেছেন এটা মানুষের জীবনে বাস্তব হওয়া সম্ভব। নেহা ব্যানার্জীর এই IAS অফিসার হওয়া অন্য মহিলাদের উৎসাহিতের এক মাধ্যম।

রাজ্য নতুন সেবা সখী প্রকল্প, আবেদন করলেই ৭৫০০ টাকা

এর মাধ্যমে হয়তো তিনি বোঝাতেও চেয়েছেন মহিলারা চেষ্টা করলে সবই পারে। শুধু মহিলা কেন চেষ্টার ফল একদিন না একদিন প্রকাশ হবে। আসুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে নেহার IAS অফিসার হওয়ার বাস্তবিক কাহিনী জেনে নিই।

হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অন্য চাকরির ফাঁকে (IAS Neha Banerjee) পড়াশোনা চালিয়ে আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন। বলতে গেলে বাংলার বুকে গর্বিত এই তরুণী বাংলার মেয়েদের বুকে আশার আলো জাগিয়েছে।

কত প্রতিভা লুকিয়ে ছিল এই তরুণীর মধ্যে না হলে এক প্রচেষ্টায় UPSC পরীক্ষা পাস। শুধু পাস নয় এক বার পরীক্ষা দিয়েই সবার বড়ো ও কঠিনতম পরীক্ষা UPSC তে সর্বভারতীয় স্তরে ২০তম স্থান অর্জন করেন তিনি।

বর্তমানে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার দায়িত্বে আছেন তিনি। তিনি প্রথমে পড়াশোনা শুরু করেন কারমেল গার্লস, তারপর সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে এবং হাইস্কুল পাশ করার নিজের প্রচেষ্টায় পরীক্ষার মাধ্যমে IIT খড়্গপুরে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার সুযোগ পান।

(IAS Neha Banerjee)

এই কলেজে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পড়াশোনা করেন। এই পড়াশোনার মাধ্যমে তিনি  ক্যাম্পাসিং এর চাকরিতে যুক্ত হন এবং এই কাজের সূত্রে তিনি চলে যান নয়ডায়াতে। কাজে যুক্ত হওয়া সত্ত্বেও তিনি তার পড়াশোনা থামিয়ে রাখেনি প্রস্তুত নিতে শুরু করেন UPSC পরীক্ষার হয়তো তার স্বপ্ন ছিল UPSC পরীক্ষা দেওয়ার কিন্তু তার হাতে কাজের জন্য এই কাজে যুক্ত হয়েছিলেন।

তিনি চাইলে আরও বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারতেন। এই উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন দেশের মাটিতে থেকেই তিনি দেসবাসির জন্য কিছু করতে চেয়েছিলাম। কঠিন প্রস্তুতি কিভাবে তিনি নিয়েছিলেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি বলেন ‌ প্রতিদিন সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত পড়াশোনা করতেন।

তারপর পড়াশোনার পর অফিসের কাজে বেরিয়ে যেতেন। তিনি সপ্তাহে অফিসের কাজে দুদিন ছুটি পেতেন সেই দুদিন টানা ১২ থেকে ১৩ পড়াশোনা করতেন।

(IAS Neha Banerjee)

নেহা ব্যানার্জি জানান তিনি তার পড়াশোনার জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন। খবরের পেপার পড়া মোবাইলের সাহায্যে কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি পড়া ছিল তার নেশা। এই পড়ার নেশাকে কাজে লাগিয়ে তিনি আজ নিজের দেশের মাটিতে একজন IAS অফিসার হয়ে উঠেছেন।

তিনি বলেন কাজের ফাঁকে পড়াশোনা করা ছিল খুবই দুষ্কর কিন্তু তারও তিনি তার প্রচেষ্টা ছাড়েননি আর সত্যিই একদিন এই প্রচেষ্টার ফল পেলেন। বাংলার মেয়ে নেহা ব্যানার্জীর কাজের ফাঁকে পড়াশুনাতে IAS অফিসার হওয়ার জন্য আপনাদের কোন কিছু বক্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে