ICDS & Helper Practice Set 03 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৩, প্রস্তুতি নিতে শুরু করুন।

ICDS & Helper Practice Set 03 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 03) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৩ – (ICDS & Helper Practice Set 03)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ICDS & Helper Practice Set 03

১) নিচের কোন জায়গায় কনিষ্কের মাথাবিহীন মূর্তি পাওয়া গিয়েছিল?

A) মথুরা

B) এলাহাবাদ

C) সানচি

D) তাকশিলা

Answer – মথুরা

২) দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?

A) মুহাম্মদ বিন তুঘলক

B) ফিরোজ শাহ তুঘলক

C) আকবর

D) বাবর

Answer – আকবর

৩) কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ?

A) ক্ষুদিরাম বসু

B) বারীন্দ্র কুমার ঘোষ

C) পুলিনবিহারী দাস

D) কেশবচন্দ্র সেন

Answer – পুলিনবিহারী দাস

৪) ভারতীয় সংবিধানে কতগুলি সিডিউল আছে ?

A) 21 টি

B) 17 টি

C) 10 টি

D) 12 টি

Answer – 12 টি

৫) “Citizen and Society” – বইটির লেখক কে?

A) ওরাহন পামুক

B) নীরদ সি চৌধুরী

C) মহম্মদ ইউনুস

D) মোহাম্মদ হামিদ আনসারি

Answer – মোহাম্মদ হামিদ আনসারি

৬) রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ?

A) তরল হাইড্রোজেন

B) পেট্রোল

C) ডিজেল

D) তরল অক্সিজেন

Answer – তরল হাইড্রোজেন

ICDS & Helper Practice Set 03

৭) থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?

A) সৈয়দ আহমেদ খান

B) ম্যাডাম ব্লাভাটস্কি

C) গোপালকৃষ্ণ গোখলে

D) শ্যামজী কৃষ্ণবর্মা

Answer – ম্যাডাম ব্লাভাটস্কি

8) দ্য আনসিন ইন্দিরা গান্ধী – গ্রন্থটি কে রচনা করেছিলেন?

A) বিক্রম শর্মা

B) এম এস জোসেফ

C) জে পি মিশ্র

D) কে পি মাথুর

Answer – কে পি মাথুর

৯) স্ট্যাচু অব লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ ?

A) ইংল্যান্ড

B) ফ্রান্স

C) রাশিয়া

D) জার্মানি

Answer – ফ্রান্স

১০) কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে ?

A) টরেস প্রণালী

B) বেরিং প্রণালী

C) মালাক্কা প্রণালী

D) তাতার প্রণালী

Answer – বেরিং প্রণালী

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

A) মাউন্ট এলবুর্জ

B) অ্যাকোনকাগুয়া

C) স্যাডেল পিক

D) মাউন্ট কিলিমাঞ্জারো

Answer – স্যাডেল পিক

১২) পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত ?

A) ইতালি

B) স্পেন

C) পর্তুগাল

D) বেলজিয়াম

Answer – ইতালি

১৩) কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন ?

A) পি সি মহলানবীশ

B) বল্লভভাই প্যাটেল

C) জওহরলাল নেহরু

D) দাদাভাই নৌরোজি

Answer – দাদাভাই নৌরোজি

১৪) আকবরনামা গ্রন্থটি কার লেখা ?

A) বীরবর

B) ফৈজী

C) টোডরমল

D) আবুল ফজল ইবনে মুবারক

Answer – আবুল ফজল ইবনে মুবারক

১৫) ঝাঁসির রাণী লক্ষীবাই এর আসল নাম কি ?

A) মণিমালা

B) মণিকর্ণিকা তামবে

C) চন্দ্রমুখী

D) রাজলক্ষী

Answer – মণিকর্ণিকা তামবে

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন