IGNOU Recruitment 2023 – উচ্চমাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন করুন।

IGNOU Recruitment 2023 – রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। Indira Gandhi National Open University (IGNOU) থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন যোগ্য। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে।

তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? । ইন্টারভিউআবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে? এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন। 

নিয়োগ সংস্থাIndira Gandhi National Open University (IGNOU)
পদের নামVarious
মোট শূন্যপদনিজে উল্লেখ করা আছে 
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ২১-১২-২০২৩

নতুন চাকরির খবর –খড়গপুর IIT তে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনের মাধ্যমে

পদের নাম – Junior Assistant cum Typist (IGNOU Recruitment 2023)

১) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা দেওয়া হবে।
২) শূন্যপদ – এই পদে ৫০ জনকে নিয়োগ করা হবে।

৩) বয়স সীমা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে।

৪) শিক্ষাগত যোগ্যতা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতা থাকতে হবে তার সঙ্গে ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় টাইপিং করার যথেষ্ট দক্ষতা রাখতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

পদের নাম – Stenographer (IGNOU Recruitment 2023)

১) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন (IGNOU Recruitment 2023) করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা দেওয়া হবে।
২) শূন্যপদ – এই পদে ৫২ জনকে নিয়োগ করা হবে।

৩) বয়স সীমা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। 

৪) শিক্ষাগত যোগ্যতা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতা থাকতে হবে তার সঙ্গে ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় টাইপিং করার যথেষ্ট দক্ষতা রাখতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

exams.nta.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন (IGNOU Recruitment 2023) করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

এখানে কি আবেদন মূল্য দিতে হচ্ছে ?

যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন (IGNOU Recruitment 2023) করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদনমূল্যে দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন মূল্য কি আছে কোন পদের জন্য সে সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝায় যাচাই করে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।


৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০১-১২-২০২৩
আবেদন শেষ২১-১২-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটexams.nta.ac.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – IDBI ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ