IIT Recruitment 2023 – IIT খড়গপুরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IIT Recruitment 2023 – ইন্ডিয়ান ইন্টিটিউট অফ টেকনোলজি (IIT), খড়গপুর তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুকপ্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন। 

নিয়োগ সংস্থাইন্ডিয়ান ইন্টিটিউট অফ টেকনোলজি (IIT)
পদের নামVarious
মোট শূন্যপদ নিচে উল্লেখ করে দেওয়া আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ৩০-১০-২০২৩

নতুন চাকরির খবর – ইন্সপায়ার কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা

পদের নাম ও শূন্যপদ (IIT Recruitment 2023)

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নামগুলি হল –

১) Deputy Registrar – ১

২) Assistant Registrar – ৩
৩) Deputy Librarian – ১
৪) Assistant Librarian – ১
৫) Principal Software Engineer/Principal System Engineer/Principal Network Engineer – ২
৬) Senior Software Engineer Grade-I/Senior System Engineer Grade-I/Senior Network Engineer Grade-I – ১
৭) Senior Software Engineer Grade-II/Senior System Engineer Grade-II/Senior Network Engineer Grade-II – ১
৮) Software Engineer/System Engineer/Network Engineer – ৪
৯) Principal Medical Officer – ১
১০) Senior Medical Officer Gr.I – ৩
১১) Senior Medical Officer Grade-II – ৭
১২) Medical Officer – ৯
১৩) Sports Officer – ২
১৪) Senior Counsellor Grade-I – ৩
১৫) Senior Counsellor Grade-II – ৩
১৬) Counsellor – ২
১৭) Executive Officer – ২
১৮) Public Relation Officer – ১
১৯) Law Officer – ১

২০) Senior Technical Officer Grade-II – ১

২১) Technical Officer – ৪

২২) Hindi Officer – ১
২৩) Administrative Officer – ৫
২৪) Senior Hindi Translator – ২
২৫) Junior Executive – ৬
২৬ Junior Accounts Officer – ২
২৭) Jr. Technical Superintendent – ২০
২৮) Staff Nurse – ১৫
২৯) Medical Laboratory Technician (Pathology/Radiology/Physiotherapy) – ৪
৩০) Sr.Library Information Asstt. – ১
৩১) Physical Training Instructor – ৫
৩২) Assistant Security Officer Gr. II – ১
৩৩) Junior Assistant – ৮
৩৪) Junior Technician/Junior Laboratory Assistant – ১৪

৩৫) Driver Grade – II – ৪
৩৬) Multi Tasking Staff (MTS) – ৪১।
২) উল্লেখিত পদে এখানে ১৮২ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন, শিক্ষাগত যোগ্যতা (IIT Recruitment 2023)

এখানে বয়সসীমা, বেতন পরিকাঠামো ও শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য আলাদা আলাদা রয়েছে যেহেতু এখানে অনেকগুলি আলাদা আলাদা শূন্য পদ রয়েছে এবং তার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও সমস্ত কিছুই আলাদা আছে সেক্ষেত্রে প্রত্যেক পদে কি কি শিক্ষাগত যোগ্যতা? কি বয়স থাকছে? সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করে নিতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.iitkgp.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

নিয়োগ প্রক্রিয়া

এখানেও প্রার্থীদের (IIT Recruitment 2023) নিয়োগ করা হবে অনেকগুলি ধাপের মাধ্যমে স্ক্রিনিং টেস্ট/ লিখিত পরীক্ষা/ সেমিনার উপস্থাপনা/ গ্রুপ ডিসকাশন/ পার্সোনাল ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

এখানে কি আবেদন করতে কি আবেদন মূল্য লাগছে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য কি আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে তবেই নিজের দায়িত্বে অনলাইনে মাধ্যমে আবেদন করে নিতে পারেন।

কি ভাবে আবেদন (IIT Recruitment 2023) করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৫.১০.২০২৩
আবেদন শুরু০৫.১০.২০২৩
আবেদন শেষ৩০-১০-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.iitkgp.ac.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন