India Airports Recruitment 2024 – ভারতীয় এয়ারপোর্টে বিভিন্ন কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

India Airports Recruitment 2024 – রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাAIRPORTS AUTHORITY OF INDIA
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
শেষ তারিখ ৩১-০১-২০২৪

রাজ্য সরকারের নতুন যোগ্যশ্রী প্রকল্প, বিস্তারিত জানুন

পদের নাম – ITI ট্রেড (India Airports Recruitment 2024)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Computer Operator , Programming Assistant,Electrical, Mechanic, Electronics, Steno এ ITI সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।
২) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৯,০০০/- টাকা দেওয়া হবে।
) শূন্যপদ – এই পদে ৫৫ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়সসীমা-
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ২৬ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। 

পদের নাম – গ্র্যাজুয়েট ট্রেনি

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন (India Airports Recruitment 2024) করতে হলে আবেদন কারীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে IT, Automobile, Architecture, Electrical, Computer Science, Civil, Data Analysis, Electronics, Aeronautical,Mechanical নিয়ে গ্র্যাজুয়েশন পাশ থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।
২) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৫,০০০/- টাকা দেওয়া হবে।
) শূন্যপদ – এই পদে ৩০ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়সসীমা-
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ২৬ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। 

পদের নাম – ডিপ্লোমা ট্রেনি (India Airports Recruitment 2024)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে IT, Automobile, Architecture, Electrical, Computer Science, Civil, Data Analysis, Electronics, Aeronautical,Mechanical নিয়ে Diploma পাশ থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।
২) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১২,০০০/- টাকা দেওয়া হবে।
) শূন্যপদ – এই পদে ৪৫ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়সসীমা-
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ২৬ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.aai.aero পোর্টালে পাওয়া (India Airports Recruitment 2024) তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি?

এখানে প্রার্থীদের লিখিত ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। 

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

শেষ তারিখ ৩১-০১-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.aai.aeron
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর –শিক্ষা দপ্তরে ক্লার্ক নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন