Yogashree Prakalpa 2024 – রাজ্য সরকারের নতুন যোগ্যশ্রী প্রকল্প, প্রশিক্ষণ নিয়ে চাকরি সুব্যবস্থা, বিস্তারিত জানুন। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Yogashree Prakalpa 2024 – আপনারা প্রত্যেকেই জানেন সামনেই আসছে ভোট আর ওই প্রত্যেক বারের মতো এই বারও রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ও বিভিন্ন রকম সুযোগ-সুবিধা জনসাধারণকে দিয়ে থাকে। ঠিক এইবারও আবার একটি নতুন প্রকল্পের ঘোষণা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার করেছেন যার নাম যোগ্যশ্রী প্রকল্প।

কি এই প্রকল্প? এ প্রকল্পে কি কি সুবিধা থাকছে? সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন এবং প্রয়োজনীয় ব্যক্তিদের শেয়ার করবেন।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিভিন্ন সময় সাধারণ জনগণের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে থাকে। যেমন আমরা দেখেছি বাড়ির বধূ ও মায়েদের জন্য লক্ষীর ভান্ডার আবার বৃদ্ধ-বৃদ্ধা জন্য বার্ধক্য ভাতা এছাড়া পড়ুয়াদের জন্য বিভিন্ন রকম লোন ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই ধরনের প্রকল্প রাজ্য সরকার ইতিমধ্যে বাস্তবায়িত করেছে। তবে গত দিন রাজ্য সরকার আবার একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে যার নাম যোগ্যশ্রী প্রকল্প।

এই প্রকল্প মূলত সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে যাতে তারা প্রতিমাসের নিশ্চিত রোজগারের লাভ পেয়ে থাকে। এর সাথে যাতে রাজ্যের সমস্ত ছেলে মেয়েরা বেশি করে জয়েন্ট এন্ট্রান্স, নিটের মত প্রবেশিকা পরীক্ষাগুলোয় সফল হতে পারে তার সুব্যবস্থা করা। এই প্রকল্পের মাধ্যমে মূলত তপশীল জাতি এবং উপজাতি পরিবার জন্য বিভিন্ন সরকারি পরীক্ষায় প্রশিক্ষনের সুযোগ পাবেন পড়ুয়ারা।

কি এই প্রকল্প?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা (Yogashree Prakalpa 2024) বন্দ্যোপাধ্যায় গতকাল ধনধান্য স্টেডিয়ামে এই প্রকল্পের সূচনা করেন। রাজ্যের অনগ্রসর তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বিভিন্ন সরকারি চাকরি প্রবেশিকা থেকে শুরু করে NEET, WB JEE, JEE মতো পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া সঠিক ভাবে।

(Yogashree Prakalpa 2024)

কেমন ভাবে প্রশিক্ষণ হবে?

রাজ্য সরকারের বিভিন্ন (Yogashree Prakalpa 2024) প্রকল্পের মাধ্যমে বহু ছাত্র-ছাত্রী সুযোগ-সুবিধা পেয়ে থাকলেও দেখা গেছে বহু মেধাবী ছাত্র-ছাত্রী শুধুমাত্র অর্থের অভাবে বিভিন্ন রকম (NEET, WB JEE, JEE) পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে না। তাদের কথা চিন্তা করেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই পরীক্ষা গুলির ট্রেনিংয়ের জন্য প্রতি জেলায় দুটি করে মোট ৪৬ টি সেন্টার করা হবে সেখানে তারা খুব সুন্দর ভাবে এই পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিতে পারবে।

WB Yuvashree Prakalpa 23-2024

কি কি সুবিধা পাওয়া যাবে ?

এই প্রকল্পের মাধ্যমে এ বছর থেকেই রাজ্যজুড়ে তপশিলি জাতি ও আদিবাসী প্রবাদের এ প্রকল্পের বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ সুবিধা পেয়ে থাকবে। এছাড়া বিভিন্ন রকম (Yogashree Prakalpa 2024) প্রবেশিকা পরীক্ষা যেমন ব্যাংক, রেল, পোস্ট অফিস, পুলিশ ও বিভিন্ন সংস্থায়ী যেমন গ্রুপ C,D পদের জন্য সুন্দর ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। সমস্ত মেধা পড়বাদের জন্য ৩০০ ঘণ্টার এবং ছ’মাসের এই কোর্সের জন্য ৪ ঘণ্টা করে সপ্তাহে তিনদিন ক্লাসের ব্যবস্থা থাকবে।

এছাড়া এদিন রাজ্য সরকার এটাও জানিয়েছে গত দু বছরে ২০,৮৮০ জন ছাত্র ছাত্রীর মধ্যে ২২৫৪ জন টেকনিক্যাল কোর্সে, ৮ জন IIT- তে, ১৪জন NIT-তে, ৩৪ জন MBBS কোর্সে ভর্তি হয়েছে। 

আবেদন পদ্ধতি কি আছে?

আপাতত কোনরকম আবেদন মাধ্যম শুরু হয়নি তবে ফেব্রুয়ারি মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি তথ্য লাগবে সমস্ত কিছু আপডেট আসলে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন।

অফিসিয়াল ওয়েবসাইটhttp://wbcbc.gov.in/

আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন