Indian Coast Guard Recruitment 2024 – যে সমস্ত চাকরি প্রার্থীরা ভালো চাকরির খবরের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।। ভারতীয় কোস্টগার্ডের তরফ থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে। বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | Join India Coast Guard |
পদের নাম | Navik (General Duty) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
শেষ তারিখ | ২৭-০২-২০২৪ |
নতুন চাকরির খবর – রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ, বেতন শুরু ১৭ হাজার থেকে
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Navik (General Duty)।
২) এখানে মোট ২৬০ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (Indian Coast Guard Recruitment 2024)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২১,৭০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (Indian Coast Guard Recruitment 2024) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
joinindiancoastguard.cdac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি (Indian Coast Guard Recruitment 2024)
এখানে নিয়োগ করা হবে একাধিক ধাপের এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ (Indian Coast Guard Recruitment 2024) ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৮-০১-২০২৪ |
আবেদন শেষ | ২৭-০২-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | joinindiancoastguard.cdac.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ,বেতন প্রতিমাসে ১৬,০০০/- টাকা